পূর্ব মেদিনীপুর: ভোট রঙ্গের শেষ দফাতেও উত্তপ্ত পূর্ব মেদিনীপুর। চলছে শাসক দলের হুমকি, শাসানি। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তর্কাতর্কি শুভেন্দু অধিকারীর।


# নন্দীগ্রাম

কালীচরণপুর বারুনিস্নান প্রাথমিক বিদ্যালয়ের ২২৭ নম্বর বুথে খবর করতে গেলে এপিবি আনন্দর প্রতিনিধিকে আঙুল উঁচিয়ে শাসানি। ক্যামেরা বন্ধ করার নির্দেশ তৃণমূলকর্মীদের। সকাল থেকেই নন্দীগ্রামে তিনটি গ্রাম পঞ্চায়েত বিরোধী এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ ওঠে। সেই খবর পেয়ে ঘটনাস্থলে যান এবিপি আনন্দর প্রতিনিধি।

# নন্দীগ্রামের আর এক বুথে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তর্কাতর্কি শুভেন্দু অধিকারীর।

# তাঁর দাবি, এটা মাওবদী এলাকা নয়,  এত তাড়াহুড়ো কীসের? ভোটকেন্দ্রের বাইরে গাড়ি রাখা নিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তৃণমূল প্রার্থী শুভেন্দু অধিকারীর বচসা। আজ সকালে নন্দীগ্রাম বিধানসভার কালীচরণপুর দয়াময়ী হাইস্কুলের ওই ভোটকেন্দ্রে আসেন শুভেন্দু। ভোটকেন্দ্রের সামনে প্রার্থীকে গাড়ি রাখতে বাধা দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তখনই তাঁদের সঙ্গে বচসায় জড়ান তৃণমূল প্রার্থী।

# এগরার হুড়কুচিয়া প্রাথমিক বিদ্যালয়ের ৭২ নম্বর বুথে দরজার পাশে রাখা ছিল ইভিএম। কাকে ভোট দেওয়া হচ্ছে, তা স্পষ্ট দেখা যাচ্ছিল। প্রিসাইডিং অফিসারের দৃষ্টি আকর্ষণ করায় সরিয়ে দেওয়া হয় ইভিএম।

# পাঁশকুড়া পশ্চিম কেন্দ্রের মাইসোরা ব্লকের বিভিন্ন বুথে বিরোধী পোলিং এজেন্ট ও ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের তিন নেতা শেখ রফিক, শেখ কুরবান ও বাপি মাইতির বিরুদ্ধে। এদের খোঁজ চলছে বলে জানিয়েছেন ক্যুইক রেসপন্স টিমের প্রধান বিলাল হোসেন।

# মাইসোরা ব্লকের একটি গ্রামে ভোট দিতে যাওয়ার কথা বলায় ক্যুইক রেসপন্স টিমের প্রধান বিলাল হোসেনের সামনে ক্ষোভ উগরে দেন ভোটাররা। নিরাপত্তা ছাড়া কেন ভোট দিতে যাব, প্রশ্ন ক্ষুব্ধ ভোটারদের।

# ভগবানপুর বিধানসভার বেশ কয়েকটি বুথ বিরোধী এজেন্টশূন্য। অভিযোগ, তৃণমূলের লোকজন হুমকি দেওয়ায় অধিকাংশ এজেন্টই ঘরছাড়া। বাকিরা ভয়ে বুথমুখো হননি।

# এগরার হুড়কুচিয়া প্রাথমিক বিদ্যালয়ের ৭২ নম্বর বুথে বিরোধী এজেন্টের সঙ্গে তৃণমূলকর্মীদের বচসা। বাম-কংগ্রেস জোটের ক্যাম্প অফিস করতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।

# ময়না বিধানসভার বিভিন্ন এলাকায় ভোটারদের ভয় দেখানো, হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার ৫ তৃণমূলকর্মী। বাগচা এলাকায় ব্যাপক ধরপাকড় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর।

# হলদিয়া বিধানসভা এলাকায় তত্পর কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। প্রতিটি রাস্তায় টহলদারি। ভোটার ছাড়া কাউকেই বুথের ধারেকাছে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেওয়া হয় বুথের আশপাশের দোকানগুলি। সক্রিয় রাজ্য পুলিশও। পূর্ব মেদিনীপুরের ১৬টি আসনে ২৩৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও সাড়ে ৭ হাজার রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

# পাঁশকুড়া পশ্চিম কেন্দ্রের পূর্ব গুড়তলা প্রাথমিক বিদ্যালয়ের বুথ থেকে জোটের পোলিং এজেন্ট বিজয় প্রামাণিককে বের করে দেওয়া হয়। কেন্দ্রীয় বাহিনী ও ক্যুইক রেসপন্স টিমের কাছে অভিযোগ জানানোর পর, তাঁকে বুথে বসতে দেওয়া হয়।

# হলদিয়ায় বুথের বাইরে অবাঞ্ছিত ভিড় হঠাতে সক্রিয় কেন্দ্রীয় বাহিনী। ভোটের লাইনে দাঁড়িয়ে জটলা করায় বহিরাগতদের সরিয়ে দেন জওয়ানরা।

# ময়না বিধানসভা কেন্দ্রের গোড়ামাল এলাকায় সিপিএম কর্মী ধ্রুব রাউতের বাড়িতে ভাঙচুর। অভিযোগের তির তৃণমূলের দিকে।

# ময়না বিধানসভার ২৩৫ নম্বর বুথে সিপিএমের পোলিং এজেন্ট চিন্ময় দাসকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় শাসকদল।

# পাঁশকুড়া পশ্চিম বিধানসভার মাইসোরা ব্লকের ২২টি বুথে বিরোধী পোলিং এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে। অভিযোগ, সিপিআই প্রার্থীর পোলিং এজেন্ট সোনু আলির বাবা নূর আলম মোল্লাকে শাসানি, তাঁর বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয় তৃণমূলের লোকজন। পরে সেক্টর অফিসার গিয়ে পরিস্থিতি সামাল দেন।

# নন্দীগ্রাম বিধানসভার ১ নম্বর ব্লকে কেন্দামারি ও  কালীচরণপুর এবং ২ নম্বর ব্লকে আমদাবাদ গ্রাম পঞ্চায়েতের কোনও বুথেই বিরোধী এজেন্ট নেই। বিরোধীদের অভিযোগ, যাঁদের পোলিং এজেন্ট হওয়ার কথা ছিল, তাঁদের বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে শাসকদলের লোকজন। ভয়ে তাঁরা বুথমুখো হতে পারেননি বলে অভিযোগ।