অর্ণব মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও আবির দত্ত, কলকাতা: বাম-কংগ্রেসের প্রথম ব্রিগেড। সেই ব্রিগেডেই ছক ভেঙে তরুণ ব্রিগেডকে সামনে আনল সিপিএম। সঞ্চালনার দায়িত্ব তুলে দেওয়া হল বাদশা মৈত্রকে। ঝাঁঝালো বক্তৃতায় মঞ্চ কাঁপালেন ঐশী ঘোষ, দীপ্সিতা ধররা।


বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু  বললেন,এরপরের যে বক্তারা আসবেন, তাঁদের নাম ঘোষণা করবে বাদশা মৈত্র।এইভাবেই প্রবীণের হাত থেকে নবীনের হাতে তুলে দেওয়া হল দায়িত্ব!এভাবেই রবিবারের ব্রিগেডের সভামঞ্চ দাপিয়ে বেরালো সিপিএমের তরুণ বিগ্রেড!অনেকটা ছকভাঙা ছবি!


অতীতে বিমান বসু-মহম্মদ সেলিমদের মূলত দেখা যেত সঞ্চালকের ভূমিকায়।এদিন সেই বিমান বসুই সঞ্চালনার দায়িত্বভার তুলে দিলেন বাদশা মৈত্রের হাতে। একেবারে দক্ষ সঞ্চালকের মতো সেই দায়িত্বও পালন করলেন বামপন্থী অভিনেতা। মাঝেমধ্যে রাখলেন ক্ষুরধার ভাষণও। বললেন, লড়াইতে ছিলাম, আছি থাকব।


নবান্ন অভিযানের ডাক দিয়ে নিজেদের শক্তি দেখিয়েছিল বাম ছাত্র ও যুব সংগঠন। পুলিশের লাঠির আঘাতে আহত ৩১ বছরের মইদুল ইসলাম মিদ্যার মৃত্যু হয়।সেদিনের মতো রবিবারও ব্রিগেড মঞ্চে দেখা গেল তরুণদের ভিড়।


উপস্থিত ছিলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ। উপস্থিত ছিলেন আরেক ছাত্র নেত্রী দীপ্সিতা ধরও। মাঝেমধ্যে সঞ্চালকের ভূমিকায় অবতীর্ণ হয়ে, তাঁরাও ঝাঁঝালো ভঙ্গীতে নিজেদের সংক্ষিপ্ত বক্তব্য রাখলেন!জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ বললেন, সুনিশ্চিত করতে হবে যাতে বাংলার যুব, ছাত্ররা মাথা উঁচু করে দাঁড়াতে পারে।


এসএফআইয়ের সর্বভারতীয় যুগ্ম সম্পাদক  দীপ্সিতা ধর বললেন, ২০২১-র ভোটে তৃণূলকে হারিয়ে মইদুল ইসলামের মৃত্যুর শোধ আমরা নেব।


 


টুম্পা সোনা গানের প্যারোডিতেও ব্রিগেড চলোর ডাক দেওয়া হয়েছিল। যে গান তরুণদের আকর্ষণ তো করেইছে, এমনকি সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রও সে প্যারোডি ট্যুইটারে পোস্ট করেছিলেন।


এদিনও ব্রিগেডমুখী অনেক গাড়িতেও দাপিয়ে বেজেছে এই প্যারোডি।তরুণদের উপস্থিতির পাশাপাশি এদিন বাম-কংগ্রেসের ব্রিগেড সমাবেশের মঞ্চে থেকে নজর কেড়েছেন বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার, সব্যসাচী চক্রবর্তী।উপস্থিত ছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র, পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়রাও।


 


তরুণ মজুমদার বলেছেন, ১০ বছর ধরে শুধু সাম্প্রদায়িকতা, দাম্ভিকতা দেখেছি। এসব দেখে তো বড় হইনি। একটা আদর্শ নিয়ে বড় হয়েছি, সেই আদর্শের টানেই যাচ্ছি।


 


বাম-কংগ্রেসের এদিনের ব্রিগেড সমাবেশের, বহুবছর আগে ব্রিগেড কাঁপিয়েছিলেন একজন তরুণ নেত্রী...তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়। বামফ্রন্ট সরকারের প্রতীকি ‘মৃত্যু ঘণ্টা’ বাজিয়েছিলেন তিনি!!


এবার বাম-কংগ্রেসের ব্রিগেড সমাবেশের মঞ্চেও ধরা পড়ল তরুণদের প্রাধান্য।