নয়াদিল্লি: নিজের অতীত ভুলে যাননি নরেন্দ্র মোদি। গর্বের সঙ্গে নিজেকে চা ওয়ালা বলেন তিনি। এবার বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবি আজাদের গলায় শোনা গেল মোদির জয়গান। তাঁর কথায়, প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও তিনি কোন জায়গা থেকে উঠে এসেছেন তা ভুলে যাননি নরেন্দ্র মোদি। এখনও গর্বের সঙ্গে নিজেকে চা ওয়ালা বলে পরিচয় দেন প্রধানমন্ত্রী।


প্রতিপক্ষ হলেও এদিন ভিন্ন সুর শোনা গেল গুলাম নবি আজাদের গলায়। জম্মুতে এক অনুষ্ঠানে গুলাম নবি আজাদ বলেন, “সাধারণ মানুষের নরেন্দ্র মোদির থেকে শেখা উচিত। আমার সঙ্গে ওঁর রাজনৈতিক মত পার্থক্য আছে। কিন্তু তাও আমি বলব উনি একজন মাটির মানুষ।“


রাজ্যসভায় বিরোধী নেতা হিসেবে এই মাসেই মেয়াদ শেষ হয়েছে গুলম নবি আজাদের। বিদায়ী অনুষ্ঠানে ভাষণ দিয়েছিলেন নরেন্দ্র মোদি। ১৩ মিনিটের ভাষণে একাধিকবার ভেঙেও পড়েন মোদি। তিনি তুলে ধরেন, ২০০৭ সালে কাশ্মীরে জঙ্গি হানার সময় গুজরাতের মানুষদের ফিরিয়ে দিয়েছিলেন তিনি।


এদিন জম্মুতে এই অনুষ্ঠানে আজাদ বলেন, ৩৭০ ধারা অবলুপ্তির পর লকডাউন পর্বে কাশ্মীরের আর্থিক পরিস্থিতি সচল করা প্রয়োজন ছিল। এদিনের সভায় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা কাপিল সিব্বল, আনন্দ শর্মা, ভূপেন্দ্র সিংহ হুডা, মনীশ তিওয়ারি, রাজা বব্বর। অনুষ্ঠানে কপিল সিব্বল বলেন, “এটা সত্যি বলার জায়গা আমি সত্যিই বলছি। আমরা দেখতে পাচ্ছি কংগ্রেস দুর্বল হচ্ছে। আমরা এর আগেও সম্মিলিত হয়েছিলাম। একসঙ্গে আমাদের কংগ্রেসকে শক্তিশালী করতে হবে।“