অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা:   বাম-কংগ্রেস জোটের ব্রিগেড সমাবেশে উপচে পড়েছিল ভিড়। রেল, সড়ক ও জলপথে অগনিত মানুষের ভিড় আছড়ে পড়েছিল রবিবাসরীয় ব্রিগেডে। বর্ণাঢ্য মিছিল, চমকপ্রদ স্লোগান- জনস্রোতের মধ্যেই এবারের ব্রিগেডের অন্যতম মুখ রবি দাস।


ব্রিগেডের মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে সিপিএম মহম্মদ সেলিম বলেন, আমাদের কেউ চার্টার্ড ফ্লাইটে ব্রিগেডে আসেন না। আমাদের কমরেডরা হুইলচেয়ারে করেও ব্রিগেডে আসেন। সেলিমের এহেন বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল এবং বিজেপি পার্টি তাদের প্রতিক্রিয়া জানিয়েছে।  তবে এসবে কিছুই যায় আসে না রবির । পেশায় লটারি বিক্রেতা রবি। থাকেন হালিশহরে।


 গত ২৩ তারিখ হুইল চেয়ার  করে রওনা দিয়েছিলেন  ব্রিগেডের উদ্দেশ্যে। চারদিন পথ পাড়ি দিয়ে শনিবার এসে পৌঁছেছিলেন ব্রিগেডের মাঠে। রাত কেটেছে ময়দানেই। কমরেডদের জন্য বরাদ্দ খাবার হিসেবে পেয়েছিলেন রুটি ,তরকারি, লাড্ডু।সকাল থেকেই একদম স্টেজের সামনে ।


মহম্মদ সেলিমও তাই বিরোধীদের আক্রমণ করতে গিয়ে এহেন অনমনীয় মনোভাবের কমরেডকেই উদাহরণ হিসেবে বেছে নিয়েছিলেন। বাম কংগ্রেসের ডাকে ব্রিগেড ছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টও ।সমাবেশে উপস্থিত ছিলেন সীতারাম ইয়েচুরি, বিমান বসু, মহম্মদ সেলিম, অধীর রঞ্জন চৌধুরী, আব্বাস সিদ্দিকীর মতো নেতারা ।উপস্থিত ছিলেন শ্রীলেখা মিত্র, তরুণ মজুমদার ,সব্যসাচী চক্রবর্তী ,বাদশা মৈত্রর মতো তারকারাও ।


নেতা ও তারকার ভিডেও  সবার নজর কেড়ে নিয়েছিলেন এই পার্টিজান রবি।


এদিন বহু মানুষ এসেছিলেন ট্রেনে, বাসে করে অথবা গাড়ি ভাড়া করে ।শ্যামবাজার ,শিয়ালদহ, হাওড়া থেকে বড় বড় মিছিলও এসেছিল ব্রিগেডের ময়দানে ।লোকসভা নির্বাচনে বাম কংগ্রেসের ভোটব্যাঙ্ক ধরছিল অব্যাহত । বিধানসভা নির্বাচনের আগে দলকে চাঙ্গা করতে বিভিন্ন কর্মসূচি নিয়েছিল বামেরা ।একদিকে বামেদের সঙ্গে চলছে কংগ্রেসের জোট এর প্রস্তুতি। অন্যদিকে আইএসএফ-এর সঙ্গে জোট প্রায় নিশ্চিত ।তার মাঝেই কর্মীদের উৎসাহিত করতে আর নিজেদের শক্তি পরীক্ষায় ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছিল বাম-কংগ্রেস, আইএসএফ ।আর সেই সমাবেশেই হুইলচেয়ারে করে এতটা পথ পেরিয়ে পৌঁছলেন রবি।


লোকসভা নির্বাচনে বাম কংগ্রেসের  ভোটব্যাঙ্ক-এ ধস ছিল অব্যাহত । বিধানসভা নির্বাচনের আগে দলকে চাঙ্গা করতে বিভিন্ন কর্মসূচি নিয়েছিল বামেরা । এবারের বিধানসভায় বামেরা ঠিক ভালো ফল করবে বিশ্বাস রবির ।  পা অসাড়, জিভেও জড়,তা  তবু মুষ্টিবদ্ধ হাত আকাশের দিকে। কবির মিছিলের মুখের মতই রবিও এদিন ব্রিগেডের মুখ।