নয়াদিল্লি: প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে সোনা জিতলেন ভারতীয় কুস্তিগীর বিনেশ ফোগত। রবিবার ভানেসা কালাদিনস্কায়াকে হারিয়ে জয়ী হন। রবিবার ইউক্রেন কুস্তি মিটের ৫৩ কেজি বিভাগের ফাইনালে ভানেসাকে হারান বিনেশ। ভানেসা কালাদিনস্কায়াবিশ্বের ৭ নম্বর কুস্তিগির। ২০১৭ সালের বিশ্বচ্যাম্পিয়ন তিনি। আর তাঁকেই হারিয়ে এদিন সোনা জিতলেন বিনেশ। 


ম্যাচের শেষ এক মিনিটেরও কম সময় ৬-৮ পয়েন্ট পিছিয়ে ছিলেন বিনেশ। একেবারে শেষ মুভে সবাইকে চমকে দেন বিনেশষ। ৪ পয়েন্ট তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ১০-৮ ব্যবধানে জিতলেন বিনেশ। উল্লেখ্য, লকডাউন সহ করোনা সংক্রমণের জেরে বদলে গিয়েছে বিশ্বের ক্রীড়া জগতের চিত্র। সেই ছবি সবারই জানা। প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে কামব্যাক বিনেশের। উল্লেখ্য, ভারতের মধ্যে একমাত্র কুস্তিগীর যিনি ২০২০ টোকিও অলিম্পিকে খেলার সুযোগ পেয়েছিলেন। ইতিমধ্যে এশিয়ান গেম এবং কমনওয়েলথ গেমে সোনা জিতেছেন বিনেশ। সেমি ফাইনালে হারিয়েছিলেন আনা এ-কে। ২৬ বছর বয়সী এই কুস্তিগীরকে এরপর দেখা যাবে রোমে ৪ থেকে ৭ মার্চের টুর্নামেন্টে।