রিও দি জেনেইরো: অলিম্পিকে ১০০ মিটার দৌড়ে ফের সোনা উসেইন বোল্টের৷ ২০০৮ ও ২০১০ সালের পর এদিন ১০০ মিটার দৌড়ে সোনা জেতেন বোল্ট৷ মাত্র ৯ দশমিক আট এক সেকেন্ডে দৌড় শেষ করে সোনা জয় সুপারস্টার স্প্রিন্টারের৷ চোট থেকে ফিরে অলিম্পিকের প্রথম ইভেন্টেই মরসুমের সেরা পারফরম্যান্স করলেন জামাইকান অ্যাথলিট৷ রুপো পেয়েছেন জাস্টিন গ্যাটলিন৷ এদিন সেমিফাইনালে বোল্ট দৌড় শেষ করেছিলেন ৯ দশমিক আট ছয় সেকেন্ডে৷
অলিম্পিকে ১০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ জিতেছেন কানাডার অ্যান্ড্রে দি গ্রাসে। মার্কিন অ্যাথলিট গ্যাটলিন তাঁর দৌড় শেষ করেছেন ৯ দশমিক ৮৯ সেকেন্ডে এবং দি গ্রাসে ৯ দশমিক ৯১ সেকেন্ডে। ১০০ মিটার দৌড়ে সোনা জিতে ইতিহাস সৃষ্টির পর উচ্ছ্বসিত জ্যামাইকান অ্যাথলিট ভক্তদের সঙ্গে স্টেডিয়ামের মধ্যেই সেলফি তুলতে মগ্ন হয়ে পড়েন।