নয়াদিল্লি: প্রচারপর্ব থেকেই ৪০০ পারের ডাক দিয়েছিল বিজেপি। বুথফেরত সমীক্ষাতেও সেই ইঙ্গিত মিলেছে। কিন্তু মঙ্গলবার সকালে ভোটগ্রহণ শুরু হতে দেখা গেল, বিরোধীরা একচুল জমিও ছাড়ছেন না NDA-কে। কারণ সকাল ৯টা বেজে ২১ মিনিটে NDA এবং I.N.D.I.A জোটের অবস্থান ছিল সমানে সমানে। কারণ ওই সময় NDA এবং I.N.D.I.A দুই জোটই ২৪৪ আসনে এগিয়ে ছিলেন। এখনও পর্যন্ত শুধু পোস্টাল ব্যালটেরই গণনা চলছে। (NDA-INDIA Tough Battle) দিনের শেষে NDA ২৯৩টি আসন পেয়েছে। I.N.D.I.A জোট পেয়েছে ২৩২টি আসন। একক ভাবে বিজেপি ২৪১টি আসন পেয়েছে, যা সরকার গড়ার জন্য প্রয়োজনীয় ম্যাজিক সংখ্যা নয়। কংগ্রেস ১০০টি আসনে জয়ী হয়েছে।


মঙ্গলবার সকালে গণনা শুরু হতে গোড়ার দিকে এগিয়েই ছিল বিজেপি এবং NDA। কিন্তু যত সময় এগোয়, ততই তাদের কড়া টক্কর দিতে দেখা যায় I.N.D.I.A জোটকে। কখনও বিজেপি নেতৃত্বাধীন  NDA-কে ছাপিয়ে যায় তারা। কখনও আবার ঘাড়ের নিঃশ্বাস ফেলতে থাকে। সংখ্যায় যদিও বিজে পি এগিয়েছে। কিন্তু তাদের বড় ধাক্কা দিতে সফল হয়েছে I.N.D.I.A জোট। অর্থাৎ কেন্দ্রে যদি তৃতীয় বারও নরেন্দ্র মোদির সরকার ক্ষমতায় আসীন হয়, বিল পাস থেকে সরকারের যে কোনও সিদ্ধান্তে নিজেদের মতামত জানানোর সুযোগ বাড়বে বিরোধীদের। চাইলে বিল পাস আটকেও দিতে পারবে তারা। (Lok Sabha Elections Result)


আরও পড়ুন: Rahul Gandhi: দেশবাসীর উপর আস্থা ছিলই, মানুষই সংবিধান বাঁচালেন: রাহুল


শুধু বিরোধীদের বাধার মুখেই পড়তে হবে না সরকারকে, সংখ্যার জোরে এতদিন যেভাবে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার, তাতেও ইতি পড়তে চলেছে। কারণ সরকার গড়ার জন্য প্রয়োজনীয় ম্যাজিক সংখ্যা বিজেপি-র কাছে নেই। এক্ষেত্রে জোটসঙ্গীদের তুষ্ট করে চলতে হবে তাদের। এতদিন যে 'মজবুত' সরকার চালানোর কথা বলে এসেছেন মোদি, তাতেও ইতি পড়ল। বরং কেন্দ্রে ফের জোট সরকারের প্রত্যাবর্তন ঘটছে। আর সেই জোট সরকার চালাতে গেলে জোটধর্ম মেনে চলতে হবে বিজেপি-কে। 


এই জোটধর্ম পালনের কথা প্রথম বলেছিলেন প্রয়াত বিজেপি নেতা তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী। আট থেকে নয়ের দশকে তো বটেই, একদশক আগেও জোট সরকারই রীতি ছিল এদেশে। ২০১৪ সালে মোদিই একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসীন হন। সেই থেকে বারং বার 'মজবুত সরকার' নিয়ে ক্ষমতা জাহির করতে দেখা গিয়েছে বিজেপি নেতৃত্বকে। 'মজবুত সরকার থাকলে তবেই মজবুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে' বলে দাবি করতে শুরু করেন তাঁরা, যা বাজপেয়ীর জোটধর্ম পালন নীতির সম্পূর্ণ পরিপন্থী। কিন্তু এবারের নির্বাচনী ফলাফল অনুযায়ী, জোট সরকার ছাড়া গতি নেই বিজেপি-র।