কলকাতা: ২০১৯ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২ আসনের মধ্যে কতগুলো আসন পাচ্ছে তৃণমূল কংগ্রেস? কতগুলো আসন পাবে বিজেপি? গড় ধরে রাখতে পারবে কংগ্রেস? বামেরাই বা কটি আসন পাবে?


নিয়লসেনের সমীক্ষা অনুযায়ী, ২০১৯ পশ্চিমবঙ্গ নির্বাচনে ২৪টি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস। শাসক দলের আসন সংখ্যা কমতে পারে অন্তত ১০টি। বিজেপি ২ থেকে বেড়ে হতে পারে ১৬। কংগ্রেস জিততে পারে ২টি আসন। তারা হারাতে পারে নিজেদের ২টি আসন। বামেদের ২টি আসনই হাতছাড়া হবে বলে ইঙ্গিত সমীক্ষায়।


একবার দেখে নিন সম্ভাব্য জয়ীদের তালিকা-  


১ কোচবিহার- সম্ভাব্য জয়ী বিজেপি (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)


২ আলিপুরদুয়ার- সম্ভাব্য জয়ী বিজেপি। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)


৩ জলপাইগুড়ি- সম্ভাব্য জয়ী তৃণমূল (২০১৪ সালে এই আসন ছিল তৃণমূলের দখলে)


৪ দার্জিলিং- সম্ভাব্য জয়ী বিজেপি (২০১৪ সালে এই আসন ছিল বিজেপির দখলে)


৫ রায়গঞ্জ- সম্ভাব্য জয়ী তৃণমূল। হারতে পারেন ২০১৪ সালের জয়ী সাংসদ সিপিআইএম নেতা মহম্মদ সেলিম।



৬ বালুরঘাট- সম্ভাব্য জয়ী বিজেপি (২০১৪ সালে এই আসন ছিল তৃণমূলের দখলে)


৭ মালদা উত্তর- সম্ভাব্য জয়ী বিজেপি (২০১৪ সালে এই আসন থেকে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন মৌসম বেনজির নুর)


৮ মালদা দক্ষিণ- সম্ভাব্য জয়ী কংগ্রেস (২০১৪ সালে এই আসন ছিল কংগ্রেসের দখলে)


৯ জঙ্গিপুর- সম্ভাব্য জয়ী তৃণমূল। হারতে পারেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখপাধ্যায়ের ছেলে, ২০১৪ সালে কংগ্রেসের টিকিটে জয়ী অভিজিত্ মুখোপাধ্যায়।


১০ বহরমপুর- সম্ভাব্য জয়ী কংগ্রেস। গড় ধরে রাখার সম্ভাবনা অধীর রঞ্জন চৌধুরির।


১১ মুর্শিদাবাদ- সম্ভাব্য জয়ী বিজেপি। জিততে পারেন হুমায়ন কবীর। ২০১৪ সালে এই আসনে জয়ী হয়েছিলেন বামেরা।


১২ কৃষ্ণনগর- সম্ভাব্য জয়ী তৃণমূল। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস। সাংসদ হয়েছিলেন তাপস পাল।)


১৩ রানাঘাট-  সম্ভাব্য জয়ী বিজেপি। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)


১৪ বনগাঁ- সম্ভাব্য জয়ী তৃণমূল। এবারও জিততে পারেন মমতাবালা ঠাকুর।


১৫ ব্যারাকপুর- সম্ভাব্য জয়ী তৃণমূল। এবারও জিততে পারেন দীনেশ ত্রিবেদি।


১৬ হাওড়া- সম্ভাব্য জয়ী বিজেপি। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)


১৭ উলুবেড়িয়া- সম্ভাব্য জয়ী তৃণমূল। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)


১৮ শ্রীরামপুর- সম্ভাব্য জয়ী তৃণমূল। এবারও জিততে পারেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।


১৯ হুগলি- সম্ভাব্য জয়ী বিজেপি। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)


২০ আরামবাগ- সম্ভাব্য জয়ী বিজেপি। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)


২১ তমলুক- সম্ভাব্য জয়ী তৃণমূল। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)


২২ কাঁথি- সম্ভাব্য জয়ী তৃণমূল। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী শিশির অধিকারী)


২৩ ঘাটাল- সম্ভাব্য জয়ী তৃণমূল। (২০১৪ সালে এই আসনে জিতেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী)


২৪ ঝাড়গ্রাম- সম্ভাব্য জয়ী বিজেপি। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)


২৫ মেদিনীপুর- সম্ভাব্য জয়ী বিজেপি। এই আসনে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জয়ের ইঙ্গিত দিচ্ছে সমীক্ষা। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)



২৬ পুরুলিয়া- সম্ভাব্য জয়ী বিজেপি। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)


২৭ বাঁকুড়া- সম্ভাব্য জয়ী বিজেপি। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)


২৮ বিষ্ণুপুর- সম্ভাব্য জয়ী বিজেপি। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী সোমিত্র খাঁ)। এবার বিজেপির টিকিটে প্রার্থী হওয়া সোমিত্র খাঁ-র জেতার ইঙ্গিত দিচ্ছে বুথ ফেরত সমীক্ষা।


২৯ বর্ধমান পূর্ব- সম্ভাব্য জয়ী বিজেপি। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)


৩০ বর্ধমান-দুর্গাপুর- সম্ভাব্য জয়ী তৃণমূল। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস


৩১ আসানসোল- সম্ভাব্য জয়ী তৃণমূল। (২০১৪ সালে এই আসনে জিতেছিল বিজেপি)। এই ভোটে মন্ত্রী বাবুল সুপ্রিয়র হারের ইঙ্গিত সমীক্ষায়। জিততে পারেন তারকা প্রার্থী মুনমুন সেন।


৩২ বোলপুর- সম্ভাব্য জয়ী তৃণমূল। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)


৩৩ বীরভূম- সম্ভাব্য জয়ী তৃণমূল। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)


৩৪ দমদম- সম্ভাব্য জয়ী তৃণমূল। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)


৩৫ বারাসাত- সম্ভাব্য জয়ী তৃণমূল। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)


৩৬ বসিরহাট- সম্ভাব্য জয়ী তৃণমূল। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস) এই কেন্দ্রে প্রার্থী হয়েছেন নায়িকা নুসরত জাহান। তাঁর জেতার ইঙ্গিত সমীক্ষায়।



৩৭ জয়নগর- সম্ভাব্য জয়ী তৃণমূল। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)


৩৮ মথুরাপুর- সম্ভাব্য জয়ী তৃণমূল। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)


৩৯ ডায়মন্ড হারবার- সম্ভাব্য জয়ী তৃণমূল। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস) এবার জিতছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ইঙ্গিত নিয়েলসেনের সমীক্ষায়।



৪০ যাদবপুর- সম্ভাব্য জয়ী তৃণমূল। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস) এই কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী মিমি চক্রবর্তীর জয়ের ইঙ্গিত দিয়েছে বুথ ফেরত সমীক্ষা।


৪১ কলকাতা দক্ষিণ- সম্ভাব্য জয়ী তৃণমূল। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)


৪২ কলকাতা উত্তর- সম্ভাব্য জয়ী তৃণমূল। (২০১৪ সালে এই আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস)