আমি কে? বারাণসীর মানুষ আশীর্বাদ করছেন মোদিকে! বললেন মুরলীমনোহর যোশী
Web Desk, ABP Ananda | 19 May 2019 08:02 PM (IST)
২০০৯ সালে বারাণসীতে বিজেপির টিকিটে জেতেন প্রবীণ মুরলিমনোহর। ২০১৪-য় মোদিকে বারাণসীতে জায়গা করে দিতে তাঁকে সরানো হয় কানপুরে। সেই থেকে লালকৃষ্ণ আডবাণী, যশবন্ত সিনহার মতো বিজেপির প্রবীণ ব্রিগেডের সদস্য, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যোশী দলে কোণঠাসা। এবার তিনি টিকিটই পাননি।
বারাণসী: ‘আমি কে আশীর্বাদ করার? বারাণসীর মানুষ ওঁকে আশীর্বাদ করছেন।‘ নরেন্দ্র মোদি সম্পর্কে বললেন মুরলীমনোহর যোশী। বারাণসীতে এবারও প্রার্থী নরেন্দ্র মোদি। ২০০৯ সালে বারাণসীতে বিজেপির টিকিটে জেতেন প্রবীণ মুরলীমনোহর। ২০১৪-য় মোদিকে বারাণসীতে জায়গা করে দিতে তাঁকে সরানো হয় কানপুরে। সেই থেকে লালকৃষ্ণ আডবাণী, যশবন্ত সিনহার মতো বিজেপির প্রবীণ ব্রিগেডের সদস্য, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যোশী দলে কোণঠাসা। এবার তিনি টিকিটই পাননি। আজ বারাণসীতে ভোট দেওয়ার পর যোশীকে প্রশ্ন করা হয়, মোদি কি তাঁর আশীর্বাদ পাবেন, তিনি কি তাঁকে আশীর্বাদ করবেন। তিনি বলেন, মানুষ ওঁকে আশীর্বাদ করছে, আমি করার কে? যোশী কাশী বিশ্বনাথ মন্দির, সঙ্কট মোচন মন্দির দর্শনেও যান। ১৯৯৯ থেকে ২০০৪ পর্যন্ত বিজেপি সভাপতি, কেন্দ্রে মন্ত্রীও ছিলেন তিনি। ২০১৪-য় কানপুর কেন্দ্রে জেতার পর তিনি সংসদের এস্টিমেট কমিটির মাথায় ছিলেন। সেই কমিটির নানা রিপোর্টে সমালোচনা করা হয় মোদি সরকারের। চলতি বছরেই যোশী এক বিবৃতিতে জানিয়েছিলেন, তাঁকে বিজেপি সাধারণ সম্পাদক (সংগঠন) রামলাল পার্টির সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন যে, তাঁর ভোটে লড়া চলবে না। রামলালকে বিজেপিতে নিযুক্ত করা হয়েছে আরএসএসের পক্ষ থেকে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই যোশী প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী, প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীর পাশাপাশি দলের প্রথম সারির মুখ ছিলেন। কিন্তু বিজেপিতে বর্তমান নরেন্দ্র মোদি-অমিত শাহ জমানায় তাঁদের সেই সুদিন নেই। নানা সময়েই মোদির নেতৃত্বের প্রতি প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন তাঁরা।