নয়াদিল্লি: ২০১৪-য় বিজেপি ৪২৭টি আসনে প্রার্থী দিয়ে জিতেছিল ২৮২টিতে। কংগ্রেস ৪৫০ আসনে লড়ে পেয়েছিল মাত্র ৪৪টি। ৫ বছর বাদে বিজেপি ২০১৯-এর লোকসভা নির্বাচনে লড়ছে ৪৩৭টিতে। এপর্যন্ত বিজেপি কখনও কোনও নির্বাচনে এতগুলি আসনে লড়েনি। সম্ভবত, প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের চেয়েও এই প্রথম বেশি আসনে লড়ছে বিজেপি।
২০১৪-র পর সারা দেশে তাদের প্রসার ঘটার ফলে গতবারের চেয়ে বেশি আসনে বিজেপি লড়ছে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানায় শরিকরা তাদের ছেড়ে চলে গিয়েছে। সেখানেও সবগুলি আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপি।
পাশাপাশি কংগ্রেস এবার বিজেপির চেয়ে কম আসনে লড়ছে, কারণ ২০১৪-র চেয়ে তাদের শরিক সংখ্যা বেড়েছে। যেমন কর্নাটকে ২০১৪-য় কংগ্রেস সব আসনে লড়েছিল। এখন সেখানে তাদের জোটসঙ্গী জেডি (এস)। বিহারেও নতুন নতুন শরিকের সঙ্গে হাত মিলিয়ে জোট সম্প্রসারিত করেছে কংগ্রেস।