গতকালের ম্যাচে উল্টোদিকে একাধিক উইকেট পড়লেও, ডিভিলিয়ার্স ক্রিজে টিকে থাকেন। শুরুতে তাঁকে শান্ত মেজাজে দেখা গেলেও, পরে হাত খুলে মারতে থাকেন। ১৯-তম ওভারে মহম্মদ শামির বলে পরপর তিনটি ছক্কা মারেন ডিভিলিয়ার্স। শেষ ছক্কার সময় বলটি গিয়ে পড়ে চিন্নাস্বামী স্টেডিয়ামের ছাদে। ডিভিলিয়ার্স ও মার্কাস স্টোইনিসের (৪৬ অপরাজিত) দাপটে শেষ তিন ওভারে ৬৪ রান তোলে আরসিবি। এর ফলেই জয় আসে।