বেঙ্গালুরু: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সময় এবি ডিভিলিয়ার্স জানিয়েছিলেন, তাঁর ‘গ্যাস’ শেষ হয়ে গিয়েছে। কিন্তু সেটা যে সত্যি নয়, চলতি আইপিএল-এই তার প্রমাণ পাওয়া যাচ্ছে। গতকাল কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ৪৪ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই তারকা। দলের জয়ে তাঁর বড় ভূমিকা ছিল।



গতকালের ম্যাচে উল্টোদিকে একাধিক উইকেট পড়লেও, ডিভিলিয়ার্স ক্রিজে টিকে থাকেন। শুরুতে তাঁকে শান্ত মেজাজে দেখা গেলেও, পরে হাত খুলে মারতে থাকেন। ১৯-তম ওভারে মহম্মদ শামির বলে পরপর তিনটি ছক্কা মারেন ডিভিলিয়ার্স। শেষ ছক্কার সময় বলটি গিয়ে পড়ে চিন্নাস্বামী স্টেডিয়ামের ছাদে। ডিভিলিয়ার্স ও মার্কাস স্টোইনিসের (৪৬ অপরাজিত) দাপটে শেষ তিন ওভারে ৬৪ রান তোলে আরসিবি। এর ফলেই জয় আসে।