নয়াদিল্লি: শেষ দফা ভোটের আগে চূড়ান্ত আত্মবিশ্বাসী অমিত শাহ। ষষ্ঠ দফা পর্যন্ত ভোট হয়েছে ৪৮৪টি লোকসভা আসনে। তার সিংহভাগই নাকি গিয়েছে বিজেপির ঝুলিতে, দাবি বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর।


শেষ দফায় ভোট হবে বিহার, বাংলা, পঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশের ৫৯টি লোকসভা আসনে। ভোট হবে বারাণসী, পাটনা সাহিব, চণ্ডিগড়, যাদবপুরের মতো নজরকাড়া আসনে। শেষ দফাতেই ভাগ্য নির্ধারণ হবে খোদ নরেন্দ্র মোদির। বারাণসীতেও ভোট আগামী রবিবার। সপ্তম ও শেষ দফার আগে এখনও হাতে রয়েছে ৭২ ঘণ্টা। এরই মধ্যে মোদির সুপার কনফিডেন্ট সেনাপতি দাবি করে বসলেন, ষষ্ঠ দফাতেই তাঁর দল সংখ্যাগরিষ্ঠতা ছুঁয়ে ফেলেছে। যার অর্থ দেশের ২৭২টি লোকসভা আসন জেতা হয়ে গিয়েছে বিজেপির। আর শেষ দফায় গেরুয়া শিবিরের বিজয় রথ সেই ম্যাজিক সংখ্যা ছাড়িয়ে ট্রিপল সেঞ্চুরি করবে। যা ভারতীয় সংসদীয় রাজনীতে বিজেপির নজিরবিহীন সাফল্য হবে।





২০১৪ সালে বিজেপি সর্বাধিক ২৮২টি আসন পেয়ে একক সংখ্যারিষ্ঠ দল হিসেবে ক্ষমতায় এসেছিল। ম্যাজিক সংখ্যার থেকে যা ছিল আরও ১০টি আসন বেশি। এবার সেই সংখ্যা তো ছাড়াবেই, তিনশোরও বেশি আসন পাওয়ার সম্ভাবনাও রয়েছে। মোদির সেনাপতি অমিত শাহ অন্তত তাই মনে করেন।


এদিন নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে অমিত শাহকে সাংবাদিকরা প্রশ্ন করেন, কটি আসন পাবে বিজেপি? উত্তের শাহ জানান, “আমি সারা দেশ ঘুরে এসেছি। দারুণ সাড়া মিলেছে। আমি প্রত্যয়ী, পঞ্চম ও ষষ্ঠ দফা ভোটের পর বিজেপি অনায়াসেই ম্যাজিক সংখ্যা ছুঁয়ে ফেলেছ। শেষ দফায় আমরা ৩০০ আসন জয়ের দিকে এগিয়ে যাবো এবং আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এনডিএ সরকার গঠিত হবে।”


এখানেই শেষ নয়। ভোট পর্ব মিটলেই বিরোধীদের ডাকা বৈঠক নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি অমিত শাহ। টিআরএস যে ফেডারেল ফ্রন্ট গড়ার স্বপ্ন দেখছে তাও ধূলিসাত্ হয়ে যাবে বলে মত বিজেপি সভাপতির। এদিন কটাক্ষের সুরে অমিত শাহ বলেন, কে বিরোধী দলনেতা হবেন তা ঠিক করতে বৈঠকে বসবে বিরোধীরা।


উল্লেখ্য, ২০১৪ লোকসভা নির্বাচনে ৪৪টি আসন পেয়েছিল কংগ্রেস। যা গোটা লোকসভার ১০ শতাংশও নয়। লোকসভার বিরোধী দলনেতা হওয়ার জন্য কোনও একটি দলের অন্তত পক্ষে ১০ শতাংশ আসন চায়-ই চাই। এবার কোনও দল সেই সংখ্যা অর্জন করতে পারবে না বলেও টিপ্পনি কেটেছেন শাহ।