নয়াদিল্লি: অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যর মতো প্রতিভাবান ভারতীয় দলে কেউ নেই। বঢোদরার ক্রিকেটারকে এমনই দরাজ সার্টিফিকেট দিলেন বীরেন্দ্র সহবাগ।
ক্রিকেটার হিসাবে ভয়ডরহীন ব্যাটিংয়ের জন্য বিখ্যাত ছিলেন সহবাগ। মাঠের বাইরেও ব্যাটিংয়ের মতোই খোলামেলা, অকপট দিল্লির তারকা। হার্দিকের কোনও পরিবর্ত হতে পারে না বলে জানিয়েছেন তিনি। সহবাগ বলেছেন, 'ব্য়াটে-বলে হার্দিকের ধারেকাছেও কেউ নেই এই ভারতীয় দলে। ওর মতো প্রতিভাবান কেউ থাকলে হার্দিক জাতীয় দলে আর প্রত্যাবর্তন ঘটাতেই পারত না।'
বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় দলে রয়েছেন হার্দিক। যদিও একটা সময় তাঁর দলে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। একটি টেলিভিশন শোয়ে মহিলাদের সম্পর্কে অশালীন মন্তব্য করার অভিযোগে তাঁকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছিল। পরে অবশ্য নিঃশর্ত ক্ষমা চান হার্দিক। তাঁকে জাতীয় দলেও ফেরানো হয়। শাস্তি হিসাবে মোটা অঙ্কের জরিমানা হয় তাঁর।
সদ্য আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন হার্দিক। বিশ্বকাপের আগে সহবাগের সার্টিফিকেট তাঁর মনোবল বাড়াবে, বলাই বাহুল্য।
ব্যাটে-বলে হার্দিকের মতো প্রতিভাবান ভারতীয় দলে কেউ নেই, দরাজ সার্টিফিকেট সহবাগের
Web Desk, ABP Ananda
Updated at:
15 May 2019 03:43 PM (IST)
সদ্য আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন হার্দিক। বিশ্বকাপের আগে সহবাগের সার্টিফিকেট তাঁর মনোবল বাড়াবে, বলাই বাহুল্য
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -