ভোটের মুখে ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় কনভয়ে বিস্ফোরণ, গুলি মাওবাদীদের, নিহত বিজেপি বিধায়ক, ৫ জওয়ান
Web Desk, ABP Ananda | 09 Apr 2019 06:54 PM (IST)
ইতিমধ্যেই ভোট বয়কটের ডাক দিয়েছে মাওবাদীরা। আতঙ্ক ছড়িয়ে ভোটপ্রক্রিয়া বানচাল করাই এই নাশকতার লক্ষ্য বলে মনে করা হচ্ছে। তবে মাওবাদীদের প্ল্যান ভেস্তে দিতে রাজ্য পুলিশ, আধাসামরিক বাহিনীও অভিযান তীব্রতর করেছে।
রায়পুর: ছত্তিশগড়ে ভোটের প্রাক্কালে মাওবাদী হামলা। ১১ এপ্রিল বস্তারে বিধানসভা ভোটের মুখে দান্তেওয়াড়ার নকুলনাড় এলাকায় বিজেপি বিধায়ক ভিমা মান্ডবীর কনভয়ে মঙ্গলবার বিকালে আইইডি বিস্ফোরণ ঘটায় তারা। বাচেলি এলাকা থেকে কুয়াকোন্ডায় যাচ্ছিল বিধায়কের কনভয়। বিস্ফোরণে তিনি নিহত হয়েছেন, মৃত্যু হয় ৫ নিরাপত্তা জওয়ানেরও। শ্যামগিরি পাহাড়ের কাছে বিস্ফোরণ ঘটানো হয় কনভয় নিশানা করে। কনভয়ের একটি গাড়ি বিস্ফোরণে উড়ে যায়। পাশাপাশি কনভয়ের অন্য গাড়ির আরোহীদের লক্ষ্য করে গুলিও চালায় মাওবাদীরা। ইতিমধ্যেই ভোট বয়কটের ডাক দিয়েছে মাওবাদীরা। আতঙ্ক ছড়িয়ে ভোটপ্রক্রিয়া বানচাল করাই এই নাশকতার লক্ষ্য বলে মনে করা হচ্ছে। তবে মাওবাদীদের প্ল্যান ভেস্তে দিতে রাজ্য পুলিশ, আধাসামরিক বাহিনীও অভিযান তীব্রতর করেছে। দান্তেওয়াড়ার বিজেপি বিধায়ক ভিমা মাওবাদী অধ্যুষিত বস্তার এলাকার ১২ বিধায়কের মধ্যে একমাত্র বিজেপি প্রতিনিধি। বস্তারের দান্তেওয়ারা, কোন্তা, বিজাপুর, নারায়ণপুরে ভোটগ্রহণ হবে সকালে সাতটা থেকে বেলা তিনটে পর্যন্ত।