নয়াদিল্লি: আন্তর্জাতিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেকেই ক্রিকেট মহলকে মুগ্ধ করেছেন তরুণ ব্যাটসম্যান পৃথ্বী শ। তাঁর প্রতিভা নিয়ে জোর আলোচনা চলছে। এই আলোচনায় যোগ দিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ব্যাটসম্যান ব্রায়ান চার্লস লারাও। প্রাক্তন স্টাইলিশ বাঁহাতি ব্যাটসম্যান পৃথ্বীর মধ্যে বীরেন্দ্র সহবাগের ঝলক দেখতে পান।


সহবাগের মতো পৃথ্বীও কাট শট খেলতে সিদ্ধহস্ত। আর তাঁর শর্ট-আর্ম পুল হুবহু 'নজফগড়ের নবাবে'র মতো।

বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান লারা তরুণ পৃথ্বীর ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, পৃথ্বীর ব্যাটিংয়ে আমি বীরেন্দ্র সহবাগের ঝলক দেখতে পাই। ও খুব দ্রুত পরিণত হচ্ছে।

গত বছর রাজকোটে অভিষেক টেস্টে লারা পৃথ্বীকে সেঞ্চুরি করতে দেখেছিলেন। আর পৃথ্বীর সেই ইনিংস দেখে মুগ্ধ লারা।

'প্রিন্স অফ ত্রিনিদাদ' বলেছেন, আমি গত বছরের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওকে খেলতে দেখেছি। ও প্রচুর রান করেছিল। ভারতের মাটিতে তরুণদের এ রকম ভালো খেলতে দেখাটা খুব ভালো ব্যাপার। ও অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ও চোটের জন্য খেলতে পারেনি।

১৯ বছর বয়স হলেও লারা মনে করেন, আইপিএলে দু বছর খেলে যথেষ্ট পরিণত হয়ে উঠেছে পৃথ্বী।