নয়াদিল্লি: নাম না করে নরেন্দ্র্র মোদি সহ বর্তমান বিজেপি নেতৃত্বের সমালোচনা? প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীর ব্লগের বক্তব্য ঘিরে জল্পনা। এবার দলের প্রবীণ নেতা, এককালের লৌহপুরুষ আডবাণীকে গুজরাতের গাঁধীনগরে প্রার্থী করেনি বিজেপি। সেখানে লড়ছেন দলের বর্তমান সভাপতি অমিত শাহ। এই প্রেক্ষাপটে বিজেপি প্রতিষ্ঠাতাদের অন্যতম, সবচেয়ে বেশিদিন সভাপতি পদে থাকা দলের সভাপতি আডবাণী ব্লগে লিখেছেন, তাঁর দল কখনই রাজনৈতিক বিরোধীদের ‘দেশবিরোধী’ বা ‘শত্রু’ বলে ভাবেনি, শুধুই প্রতিপক্ষ হিসাবে দেখেছে।
৬ এপ্রিল বিজেপির প্রতিষ্ঠা দিবসের প্রাক্কালে লেখা ব্লগে ৯১ বছর বয়সি আডবাণী লিখেছেন বৈচিত্র্য, বিভিন্নতা ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান ভারতীয় গণতন্ত্রের মর্মবস্তু। সৃষ্টির সময় থেকেই বিজেপি কখনই আমাদের রাজনৈতিক প্রতিপক্ষকে শত্রু বলে ভাবেনি, কেবলমাত্র প্রতিদ্বন্দ্বী বলে মনে করেছে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি সভাপতি অমিত শাহ সহ দলের বহু ছোট-বড় নেতা প্রকাশ্যে জাতীয় নিরাপত্তার ইস্যুতে বিরোধীদের নিশানা করে বলে থাকেন, তাঁরা পাকিস্তানের ভাষায় কথা বলছেন। জাতীয় নিরাপত্তার ইস্যুতে চড়া সুরে কথা বলছেন বিজেপি নেতারা। সেই প্রেক্ষাপটেই আডবাণীর এই ভিন্ন সুর। বিরোধী নেতাদের যখন শাসক দলের নেতারা প্রায়ই ‘দেশবিরোধী’ বলে কটাক্ষ করছেন, তখন আডবাণী ব্লগে আরও লিখেছেন, একইভাবে ভারতীয় জাতীয়তাবাদ সম্পর্কে আমাদের ধারণায় যাঁরা রাজনৈতিক ভাবে আমাদের সঙ্গে ভিন্নমত পোষণ করেন, তাঁদের কখনই ‘দেশবিরোধী’ মনে করি না। রাজনৈতিক ও ব্যক্তিগত স্তরে দেশের প্রতিটি নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতার প্রতি আমরা দায়বদ্ধ।


প্রাক্তন উপপ্রধানমন্ত্রী আরও লিখেছেন, দলের অভ্যন্তরে ও বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপট, উভয় ক্ষেত্রেই গণতন্ত্র ও গণতান্ত্রিক ঐতিহ্যের রক্ষা বিজেপির গর্বের ব্যাপার।

বিরোধীরা যখন বিজেপিকে দেশের প্রতিষ্ঠানগুলিকে একে একে ধ্বংস করার অভিযোগে কাঠগড়ায় তুলছে, তখন আডবাণী লিখেছেন, তাঁদের দল সবসময়ই মিডিয়া সহ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির স্বাধীনতা, সততা, ন্যয়পরায়ণতা ও চেতনা রক্ষার দাবিতে সামনের সারিতে থেকেছে।




আডবাণীর বক্তব্যকে স্বাগত জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইট করেছেন, সবচেয়ে প্রবীণ রাজনীতিক হিসাবে প্রাক্তন উপপ্রধানমন্ত্রী তথা বিজেপি প্রতিষ্ঠাতা আডবাণীজি গণতান্ত্রিক সৌজন্য বজায় রাখার ব্যাপারে যে অভিমত জানিয়েছেন, তা তাত্পর্য্যপূর্ণ। যেসব বিরোধী দল প্রতিবাদ করছে, তারা অবশ্যই দেশবিরোধী নয়। আমরা ওনার বক্তব্যকে স্বাগত জানাই, আমাদের বিনম্র শ্রদ্ধা জানাই তাঁকে।