ভোপাল: এবার অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙায় সামিল হতে পেরে তিনি গর্বিত বলে মন্তব্য করে নির্বাচন কমিশনের রোষে স্বাধ্বী প্রজ্ঞা সিংহ ঠাকুর। মালেগাঁও বিস্ফোরণ মামলার অভিযুক্ত প্রজ্ঞাকে বিজেপির ভোপাল লোকসভা কেন্দ্রে প্রার্থী করার সিদ্ধান্তে রাজনৈতিক মহলে শোরগোল উঠেছে আগেই। তার মধ্যেই তাঁর ‘অভিশাপে’ই মুম্বই হামলার সময় মুম্বইয়ের সন্ত্রাসদমন স্কোয়াড (এটিএস) প্রধান হেমন্ত কারকারে নিহত হয়েছেন বলে মন্তব্য করে আগেই কমিশনের নোটিস পেয়েছেন তিনি। এবার বাবরি নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্যও নোটিস। যদিও তারপরও প্রজ্ঞা নিজের বক্তব্যে অটল থেকে জানিয়েছেন, আইনানুযায়ী নোটিসের জবাব পাঠানো হবে।
গতকাল রাতে প্রজ্ঞার মন্তব্যের ব্যাখ্যা চেয়ে তাঁকে নোটিস জারি করেন ভোপালের জেলা ইলেকশন অফিসার তথা কালেক্টর সুদাম খাড়ে। একদিনের মধ্যে তাঁকে জবাব দিতে হবে বলেও জানান কমিশনের এক মুখপাত্র।
একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে প্রজ্ঞা বলেছেন, অযোধ্যায় বিরাট একটা রামমন্দির হবে। আমি ওখানকার কাঠামো ভাঙতে গিয়েছিলাম, তার মাথায় উঠে গিয়েছিলাম। এটা আমার কাছে বিরাট গর্বের। দেশের গায়ে লেগে থাকা কলঙ্ক চিহ্ন মুছতে আমায় শক্তি দিয়েছিলেন ঈশ্বর।
কমিশন জানিয়েছে, মডেল আচরণবিধির ৪ নম্বর অধ্যায় লঙ্ঘন করেছেন তিনি। বিভিন্ন জাতি, সম্প্রদায়, ধর্মীয়, ভাষাগত গোষ্ঠীর মধ্যে সম্প্রীতি রক্ষার কথা রয়েছে ওই ধারায়।
প্রজ্ঞা অবশ্য বলেছেন, মন্তব্য ফেরাচ্ছি না। ওই কাঠামো ভাঙা হয়েছে। সেখানে একটা বিশাল মন্দির নির্মাণ হবে। তা থেকে কেউ আমায় ঠেকাতে পারবে না।
এক প্রশ্নের উত্তরে প্রজ্ঞা বলেন, কীসের বিতর্কিত কাঠামো? ওখানে আমরা বিরাট রামমন্দির গড়ব।
প্রসঙ্গত, এটিএস প্রধান হিসাবে মালেগাঁও নাশকতার তদন্তে তাঁর ওপর ‘নির্যাতন চালানো’য় তিনি যে অভিশাপ দিয়েছিলেন, তাতেই কারকারে ২৬/১১-র সন্ত্রাসবাদী হামলার সময় প্রাণ হারিয়েছিলেন বলে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন স্বাধ্বী।