পাটান: গুজরাতে ভোট প্রচার নরেন্দ্র মোদির। পাটানের জনসভায় প্রধানমন্ত্রী বললেন, ভারতীয় বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমানকে ফেরত না দিলে পরিণাম ভাল হবে না বলে তিনি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছিলেন।
পুলওয়ামা সন্ত্রাসের পর পাকিস্তানের বালাকোটে জইশ-ই-মহম্মদের প্রশিক্ষণ কেন্দ্রে বায়ুসেনার হামলা চলে। তারপর গত ২৭ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তানের বিমানবাহিনীর আকাশ যুদ্ধে একটি পাকিস্তানি এফ-১৬ যুদ্ধবিমান গুলি করে ফেলে দিলেও তাঁর বিমানে পাল্টা গুলি লাগে, উইং কম্যান্ডার অভিনন্দন পাকিস্তানের মাটিতে পড়েন, তাঁকে ধরে আটক করা হয়। ১ মার্চ রাতে তাঁকে ভারতের হাতে তুলে দেয় পাকিস্তান।
সেই প্রসঙ্গ তুলে অভিনন্দন বন্দি হওয়ায় বিরোধীরা তাঁর জবাবদিহি করা শুরু করে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, আমরা সাংবাদিক সম্মেলন করি, পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলি, আমাদের পাইলটের কিছু হলে আপনাদের কিন্তু গোটা দুনিয়াকে বলতে হবে, মোদি আমাদের এমন হাল করেছেন! এক পদস্থ মার্কিন কর্তা দ্বিতীয় দিন বলেন, মোদি ১২টা ক্ষেপণাস্ত্র তৈরি রেখেছেন, আক্রমণ করতে পারেন, পরিস্থিতির অবনতি হবে। পাকিস্তান দ্বিতীয় দিনেই পাইলটকে ফেরানোর কথা ঘোষণা করে, নইলে সেদিন কিন্তু ‘কাতিল কী রাত’ হত। এটা আমেরিকাই বলেছে। আমার এ নিয়ে এখন কিছু বলার নেই, সময় এলে বলব।
জাতীয় সুরক্ষার প্রতি নিজের সরকারের দায়বদ্ধতার কথা জানিয়ে মোদি বলেন, তিনি সিদ্ধান্তই নিয়েছেন, প্রধানমন্ত্রী পদে থাকুন বা না-ই থাকুন, হয় তিনি বেঁচে থাকবেন বা সন্ত্রাসবাদীরা থাকবে।
এনসিপি নেতা শারদ পাওয়ারকেও কটাক্ষ করেন তিনি। শারদ গতকাল বলেছেন, যে মোদি একবার তাঁকে রাজনীতিতে নিজের গুরু বলেছিলেন, তিনি এবার কী করবেন, সেটা ভেবে তিনি ‘প্রচণ্ড ভয়ে’ রয়েছেন। মোদি বলেন, শারদ পাওয়ার বলছেন, মোদি কী করবেন, আমি জানি না। তিনি যদি মোদি কাল কী করবেন, না জেনে থাকেন, তবে ইমরান খান জানবেন কী করে?
গুজরাতের ২৬টি লোকসভা কেন্দ্রের সবগুলিতেই বিজেপিতে জেতাতে ভোটারদের আবেদন করেন তিনি। বলেন, আমার নিজের রাজ্যের মানুষের তাদের ‘ভূমিপুত্রে’র স্বার্থ দেখা উচিত। গুজরাতের ২৬টা আসনই আমায় দিন।