নয়াদিল্লি: কেন্দ্রে নরেন্দ্র মোদি, বিজেপির ক্ষমতায় প্রত্যাবর্তন রুখতে বিরোধী মহাজোট গঠনের প্রয়াস বহাল রয়েছে চন্দ্রবাবু নাইডুর। তেলুগু দেশম পার্টি (টিডিপি) সুপ্রিমো তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী রবিবার সনিয়া গাঁধী, রাহুল গাঁধী, শরদ পাওয়ার, সীতারাম ইয়েচুরি প্রমুখ বিরোধী নেতা, নেত্রীর সঙ্গে বৈঠক করেন। গতকাল তিনি এলজেডি নেতা শরদ যাদব সহ একাধিক বিরোধী নেতার সঙ্গে দিল্লিতে কথা বলার পর লখনউ গিয়ে সমাজবাদী পার্টি নেতা অখিলেশ সিংহ যাদব, বহুজন সমাজ পার্টি (বসপা) নেত্রী মায়াবতীর সঙ্গেও বৈঠক করেন।
আজ সকালে দ্বিতীয়বার চন্দ্রবাবু বসেন রাহুল, পওয়ারের সঙ্গে। বিকালে কথা বলেন সনিয়ার সঙ্গে। আলাদা করে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গেও বিজেপিকে দূরে ঠেকিয়ে রাখতে সব এনডিএ বিরোধী দলগুলিকে এক মঞ্চে নিয়ে আসার কৌশল নিয়ে আলোচনা করেন চন্দ্রবাবু।
সনিয়া নিজেও দলীয় শীর্ষ নেতাদের সঙ্গে শনিবার রাতে বৈঠকে বসে কংগ্রেসের সম্ভাব্য ফল নিয়ে আলোচনা করেন। ২৩ মে ভোটগণনায় ফলাফল ত্রিশঙ্কু হলে সরকার গঠনের দাবি জানানোর কৌশল কী হতে পারে, সে ব্যাপারেও সেখানে আলোচনা হয়। তারপরই আজ চন্দ্রবাবুর সঙ্গে তাঁর কথা হল।
চন্দ্রবাবু এর আগেই বিরোধী মহাজোট গঠনের ব্যাপারে কথা বলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপ আহ্বায়ক অরবিন্দ কেজরিবাল, ইয়েচুরির সঙ্গে।
প্রসঙ্গত, টিডিপি আগে বিজেপি-এনডিএ জোটেই ছিল। কয়েক মাস আগে জোট ভেঙে বেরিয়ে যান চন্দ্রবাবু।
বিজেপি-বিরোধী মহাজোট গঠনের লক্ষ্যে সনিয়া, রাহুল, পওয়ার, ইয়েচুরির সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক চন্দ্রবাবুর
Web Desk, ABP Ananda
Updated at:
19 May 2019 08:37 PM (IST)
আজ সকালে দ্বিতীয়বার চন্দ্রবাবু বসেন রাহুল, পওয়ারের সঙ্গে। বিকালে কথা বলেন সনিয়ার সঙ্গে। আলাদা করে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গেও বিজেপিকে দূরে ঠেকিয়ে রাখতে সব এনডিএ বিরোধী দলগুলিকে এক মঞ্চে নিয়ে আসার কৌশল নিয়ে আলোচনা করেন চন্দ্রবাবু।
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -