রায়পুর: ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে এনকাউন্টারে নিহত ৪ বিএসএফ জওয়ান, জখম ২ জন। এক সপ্তাহ বাদে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের প্রাক্কালে বৃহস্পতিবার দুপুরে রাজ্যের কাঁকের জেলার মাহলা গ্রামের কাছে এক গভীর জঙ্গলে বিএসএফের ১১৪ ব্যাটালিয়ন ও জেলা পুলিশের একটি যৌথ বাহিনীর তল্লাসির সময় সংঘর্ষ হয় বলে জানিয়েছে পুলিশ। নকশাল দমন অভিযান সংক্রান্ত ডিআইজি সুন্দররাজ জানান, চার বিএসএফ জওয়ান মারা গিয়েছেন, জখম ২ জন। রায়পুর থেকে প্রায় ২৫০ কিমি দূরে বিএসএফের মাহলা ক্যাম্প থেকে অভিযানে যায় যৌথ বাহিনী। জঙ্গলের রাস্তা দিয়ে এগনোর সময় আচমকা তারা মাওবাদীদের হামলার মুখে পড়ে। গুলির লড়াই হয়। নিহত জওয়ানদের পরিচয় জানা গিয়েছে। তাঁরা হলেন বাহিনীর অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর বোরো, রামকৃষ্ণণ, সোমেশ্বক ও ইশার খান নামে তিন কনস্টেবল।
সংঘর্ষের খবর পেয়েই ঘটনাস্থল রওনা হয় অতিরিক্ত বাহিনী। হতাহতদের নিয়ে আসা হয় ক্যাম্পে।