ছবিটি ১২ এপ্রিল মুক্তি পাবে বলে আগে শোনা গিয়েছিল। কিন্তু প্রডিউসাররা ‘জনসাধারণের চাহিদা, দাবি’র প্রসঙ্গ তুলে মুক্তি এক সপ্তাহ এগিয়ে আনেন।
এদিকে কেন্দ্রীয় ফিল্ম সার্টিফিকেশন বোর্ড (সিবিএফসি) জানিয়েছে, তারা এখনও ছবিটিকে ছাড়পত্র দেয়নি। সেই প্রক্রিয়া এখনও চলছে।
লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শুরুর এক সপ্তাহ আগে ওই ছবির প্রকাশ নিয়ে আপত্তি তুলেছে কংগ্রেস। নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তারা। কংগ্রেস সমেত বিরোধীদের অভিযোগ, ভোটের মুখে এ ছবি বেরলে প্রচারে বাড়তি সুবিধা পাবে শাসক দল। তাই ভোটপর্ব মেটা পর্যন্ত তার প্রকাশ পেছনোর দাবি করে তারা।
ঘটনাচক্রে দেশের সর্বোচ্চ আদালত আজই আগামী ৮ এপ্রিল, সোমবার ছবির মুক্তির ওপর কংগ্রেস নেতা আমন পানোয়ারের স্থগিতাদেশের আবেদনের শুনানি করতে সম্মতি দেয়। বিচারপতি এস এ বোবদের বেঞ্চে শুনানি হবে। তাঁর আইনজীবী এ এম সিংভি বলেন, বিবেক ওবেরয় অভিনীত ছবির মুক্তিতে হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে দুটি হাইকোর্ট। ছবিটি এখন মুক্তি পেলে সংবিধানের উল্লিখিত অবাধ, বৈধ নির্বাচন প্রক্রিয়া প্রভাবিত হবে বলে সওয়াল করেন তিনি।
বুধবারই মধ্যপ্রদেশ হাইকোর্টের ইন্দোর বেঞ্চ ছবির প্রকাশে নিষেধাজ্ঞা জারির আবেদন প্রত্যাখ্যান করে। সোমবার বম্বে হাইকোর্টও ওই বায়োপিকের মু্ক্তি পিছনোর আবেদন খারিজ করে জানিয়ে দেয়, বিষয়টি বিবেচনা করবে নির্বাচন কমিশনই। কমিশনে পাঠানো চিঠিতে কংগ্রেসের কটাক্ষ, ছবিটা মরিয়া মনোভাবের প্রতিফলন, তৈরি হয়েছে এমন একজন ‘ফ্লপ’ বা ব্যর্থ লোককে নিয়ে যিনি ‘জিরো’ প্রমাণিত হয়েছেন।