নয়াদিল্লি: পঞ্চম দফায় ৫০ জনের প্রার্থী তালিকা প্রকাশ করল অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি। তার মধ্যে ১১ জনই পশ্চিমবঙ্গের। রায়গঞ্জ ও মুর্শিদাবাদ সহ মোট ১১ আসনে প্রার্থী ঘোষণা করে আইসিসি বুঝিয়ে দিল তারা ‘বন্ধু’ সিপিএমের সঙ্গে আসন সমঝোতায় যাচ্ছে না। উত্তরপ্রদেশের মতো পশ্চিমবঙ্গেও কোনও জোটে থাকছে না কংগ্রেস, আপাতত এই বার্তাই এল হাইকমান্ডের তরফে।

একনজরে কংগ্রেসের প্রার্থী তালিকা:

১. কোচবিহার- প্রিয়া রায় চৌধুরি

২. আলিপুরদুয়ার- মোহন লাল বসুমাতা

৩. জলপাইগুড়ি- মণি কুমার দারনাল

৪. দার্জিলিঙ- শঙ্কর মালাকার

৫. রায়গঞ্জ- দীপা দাশমুন্সি

৬. বালুরঘাট- সাদিক সরকার

৭. মালদা উত্তর- ঈশা খান চৌধুরি

৮. মালদা দক্ষিণ- আবু হাসেম খান চৌধুরি

৯. জঙ্গিপুর- অভিজিত্ মুখোপাধ্যায়

১০. বহরমপুর- অধীর রঞ্জন চৌধুরি

১১. মুর্শিদাবাদ- আবু হেনা