ওয়েনাড়ে প্রার্থী হওয়ায় রাহুলকে কটাক্ষ করেছিলেন, ওখানে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটার বেশি বলেই সেখান থেকে তিনি লড়ছেন বলেও ইঙ্গিত দিয়েছিলেন মোদি। গত ১ এপ্রিলের ওয়ার্ধার জনসভায় মোদি বলেছিলেন, কংগ্রেস হিন্দুদের অপমান করেছে, দেশবাসী ভোটে তাদের শিক্ষা দেবেন বলে ঠিক করেছেন। ওই দলের নেতারা তাই সংখ্যাগুরু সম্প্রদায় অধ্যুষিত কেন্দ্রে নির্বাচনে নামতে ভয় পাচ্ছেন, বাধ্য হয়ে সেই কেন্দ্রগুলি খুঁজছেন, যেখানে সংখ্যাগুরুরা সংখ্যালঘু।
সঙ্গে সঙ্গে এর তীব্র নিন্দা করে মোদি রাহুল সম্পর্কে ‘ঘৃণায় ভরা, কুরুচিকর, বিভেদকামী’ মন্তব্য করেছেন বলে অভিযোগ করে কংগ্রেস। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে কমিশনের দ্বারস্থ হয় প্রধান বিরোধী দল। কিন্তু কমিশনের মুখপাত্র বলেন, মডেল আচরণবিধি, জনপ্রতিনিধি আইনের চলতি বিধি, গাইডলাইন মেনে, মহারাষ্ট্রের মুখ্য নির্বাচন অফিসারের রিপোর্ট অনুসারে পুরো বিষয়টি খতিয়ে দেখা হয়েছে। কমিশনের সুচিন্তিত অভিমত, এক্ষেত্রে কোনও বিধিভঙ্গ হয়নি।