নয়াদিল্লি: নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা রাহুল গাঁধীর। রবিবার সাত দফার ভোটগ্রহণ পর্বের শেষদিনে কমিশনকে কাঠগড়ায় তুলে তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি পক্ষপাতিত্ব করছে তারা। অভিযোগের সমর্থনে উত্তরাখন্ডের কেদারনাথে মোদির সফর সহ একাধিক উদাহরণের উল্লেখ করেন তিনি। বলেন, প্রধানমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেছে কমিশন। নির্বাচনী বন্ড, ইভিএম থেকে শুরু করে নির্বাচনী নির্ঘন্টে কলকাঠি নাড়া, ‘নমো টিভি’, ‘মোদিস আর্মি’ আর এখন কেদারনাথের নাটক-কমিশনের মোদি ও তাঁর বাহিনীর কাছে কমিশনের মাথা নত করা ভারতের মানুষের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। কমিশন আগে সম্মান, সমীহ পেত, সবাই তাকে ভয় করত। কিন্তু এখন আর তা পায় না।



গতকালই শোনা যায়, নির্বাচন কমিশনার অশোক লাভাসা মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখে জানিয়েছেন, মোদির বিরুদ্ধে ওঠা নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষিতে তিনি কমিশনের তাঁকে ছাড়পত্র দেওয়ার বিপক্ষে সংখ্যালঘু মতামত জানালেও তা কমিশনে নথিভুক্ত না হওয়ায় তিনি সংস্থার বৈঠক থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। এ নিয়ে কংগ্রেস কমিশনের বিরুদ্ধে ক্ষোভ জানায়। কংগ্রেস, রাহুল আগেও কমিশনকে পক্ষপাতদুষ্ট বলেছিলেন। কমিশন নিজের স্বাধীনতা বিকিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছিলেন পি চিদম্বরমও।