নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় ‘ম্যায় ভি চৌকিদার হু’ বিজ্ঞাপনের প্রচার নিয়ে বিজেপির নির্বাচন কমিটির সদস্য নীরজকে চিঠি পাঠাল জাতীয় নির্বাচন কমিশন। বুধবারের চিঠিতে নীরজকে তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, চলতি মাসের ১৬ মার্চ ‘ম্যায় ভি চৌকিদার হু’ বিজ্ঞাপন নিয়ে বিজেপির নির্বাচনী কমিটির সদস্য নীরজকে একটি নির্দেশপত্র পাঠিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। সেখানে মিডিয়া ক্ল্যারিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটির (এমসিএমসি) তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, “সেনা কর্মীদের কোনও ফুটেজ নির্বাচনী প্রচারে ব্যবহার করা যাবে না। তা ব্যবহার করা হয়ে থাকলেও বর্জন করতে হবে।”
প্রসঙ্গত, ১৬ তারিখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইটারে ‘ম্যায় ভি চৌকিদার হু’ নামে একটি প্রচার শুরু করেন। তিনি লেখেন, “আপনাদের চৌকিদার দেশের সুরক্ষায় দাঁড়িয়ে আছে। আমি একা দাঁড়িয়ে নেই। যারা দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন, সমাজের শত্রুর বিরুদ্ধে লড়ছেন তারা প্রত্যেকেই চৌকিদার। প্রত্যেক চৌকদারই দেশের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করছেন।” তার সঙ্গেই একটি ভিডিও পোস্ট করেন তিনি। যেখানে প্রধানমন্ত্রী লিখেছেন, “আপনার চৌকিদার সদা সজাগ রয়েছে।” ওই ভিডিও-তে একটি গান রয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে গোটা দেশের বিভিন্ন প্রান্তের মানুষ নিজেকে দেশের চৌকিদার বলছেন। ভিডিও-তে একটি জায়গায় সেনা কর্মীদের ফুটেজও ব্যবহার করা হয়েছে। রাজনৈতিক নেতাদের সোশ্যাল মিডিয়ায় এমন ভিডিও শেয়ার করার আগে বারবার তা দেখে নেওয়ার জন্য সতর্ক করেছিল নির্বাচন কমিশন।