হায়দরাবাদ: ক্ষেপণাস্ত্রের মাধ্যমে কৃত্রিম উপগ্রহ ধ্বংস করা মহাকাশ গবেষণায় ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এমনই মনে করছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) প্রাক্তন চেয়ারম্যান কে কস্তুরিরঙ্গন। তিনি বলেছেন, ‘এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। আমরা মহাকাশে পরবর্তী পদক্ষেপ নিতে পেরেছি। এর জন্য আমরা সবাই গর্বিত। একটি কঠিন কাজ আমরা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।’

আজ টেলিভিশন, রেডিও এবং সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন, ক্ষেপণাস্ত্রের মাধ্যমে একটি কৃত্রিম উপগ্রহ ধ্বংস করে প্রযুক্তিগত উন্নতির পরিচয় দিয়েছে ভারত। এর ফলে ভারত মহাকাশে সবচেয়ে শক্তিধর দেশগুলির তালিকায় স্থান পেয়েছে বলেও জানিয়েছেন মোদি। তাঁর এই ঘোষণার পরেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তবে কস্তুরিরঙ্গন মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারতের এই সাফল্যের প্রশংসা করছেন।