# নির্বাচন কমিশনের নির্দেশে দুবরাজপুরের বুথে ভোট বন্ধ। বুথের ভেতরে হামলা চালান গ্রামবাসীরা, আত্মরক্ষার্থে গুলি চলায় বাহিনী, বলল কমিশন।
# বুথের ভেতরে ঢুকে ভাঙচুর গ্রামবাসীদের।
# দুবরাজপুরের পদুমায় গ্রামবাসী-কেন্দ্রীয় বাহিনী সংঘর্ষ, মোবাইল জমা রাখা নিয়ে বচসা, বাহিনীকে লক্ষ্য করে ইট ছোঁড়েন গ্রামবাসীরা, শূন্যে গুলি ছোঁড়ার অভিযোগ বাহিনীর বিরুদ্ধে।
# নলহাটির হাবিসপুরে আক্রান্ত বিজেপি, মেরে ফাটিয়ে দেওয়া হল বিজেপি সমর্থকের মাথা, ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ, অভিযুক্ত তৃণমূল।
# তৃণমূল কর্মীদের বাড়িতে চড়াও গ্রামবাসীরা।
# এরপরেই তৃণমূলের ক্যাম্প অফিসে চড়াও হয়ে খাবার পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ।
# নানুরের ২১৭ নং বুথে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, বিজেপি সমর্থকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ, বিজেপি সমর্থকদের ভোট দিতে দেওয়া হচ্ছে না।
# বারাবনির ১৯৯ নম্বর বুথে পরপর ছাপ্পা, প্রিসাইডিং অফিসারের মুখে কুলুপ। সরিয়ে দেওয়া হল অফিসারকে।
# বাবুল সুপ্রিয়র গাড়ি ঘিরে বারাবনিতে বিক্ষোভ, তৃণমূল সমর্থকরা গাড়ির কাচ ভেঙেছে বলে অভিযোগ। ১৯৯ বুথে বিজেপি এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ পেয়ে পৌঁছন বাবুল। তখন তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল। তৃমমূল পোলিং এজেন্টের সঙ্গে কথা কাটাকাটি বাবুলের।
# কেতুগ্রামের খাজি হাইস্কুলে কেন্দ্রীয় বাহিনীর সামনেই ছাপ্পা ভোট।
# জেমুয়ায় বুথের বাইরে পুলিশের লাঠিচার্জ।
#ভোট শুরুর আগেই বিক্ষিপ্ত অশান্তি। বহরমপুরে কংগ্রেস এজেন্টদের বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ। খবর পেয়েই বুথে পৌঁছে এজেন্টদের ঢোকালেন অধীর।
#ময়ূরেশ্বরের ব্রাহ্মণবহড়া প্রাথমিক বিদ্যালয়ে ইভিএম খারাপ হয়ে যাওয়ায় ভোট দিতে পারলেন না বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল।
#সিউড়ির ২ নম্বর ব্লকের চাঁদরা গ্রামে পুলিশি তাণ্ডবের অভিযোগ, গ্রেফতার ৩ বিজেপি সমর্থক
#জেমুয়ায় পাঁচ বুথে মাত্র ৫ জন জওয়ান। বুথের সামনে ভোট বন্ধ করে জনতাদের বিক্ষোভ, এলাকায় উত্তেজনা।
# দুর্গাপুরের জেমুয়ায় ৫টি বুথে নেই কেন্দ্রীয় বাহিনী, প্রতিবাদে ভোট বন্ধ করে বিক্ষোভ, তৃণমূলের সঙ্গে সিপিএম ও বিজেপি সমর্থকদের সঙ্গে হাতাহাতি।
আজ লোকসভার চতুর্থ দফার ভোটগ্রহণ। এই পর্বে ৯ রাজ্যের মোট ৭১টি এবং জম্মু-কাশ্মীরের অনন্তনাগ আসনের একাংশের ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে আজ পাঁচ জেলার আট কেন্দ্রে ভোটগ্রহণ। এরমধ্যে রয়েছে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দূর্গাপুর, আসানসোল, বোলপুর ও বীরভূমে। ৮ লোকসভা কেন্দ্রে মোট প্রার্থী ৬৮ জন। মহিলা প্রার্থী ৯। ৮ লোকসভা কেন্দ্রে মোট ভোটার ১ কোটি ৩৪ লক্ষ ৫৬ হাজার ৪৯১।