পূর্ব উত্তরপ্রদেশের ভারপ্রাপ্ত কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা ট্যাঙ্কার থেকে বান্দার রাস্তায় জল ঢালার দৃশ্যের একটি ভিডিও সহ ট্যুইট করেছেন, সমগ্র বুন্দেলখন্ড, সেখানকার পুরুষ, মহিলা, বাচ্চা সহ সবাই প্রচণ্ড খরায় কষ্ট পাচ্ছেন, তখন আমাদের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে বান্দার রাস্তায় ট্যাঙ্কার থেকে পানীয় জল ঢালা হচ্ছে। উনি চৌকিদার না দিল্লির শাহেনসা!
ফতেপুরে আজ ভোটারদের বিভেদ ও নেতিবাচক মানসিকতার রাজনীতি প্রত্যাখ্যান করে আগামী প্রজন্মের কথা ভাবার, দেশকে বাঁচানোর আহ্বান জানিয়েছেন প্রিয়ঙ্কা। বলেছেন, দেশের সামনে বিপদ। তাই রাজনীতির চেহারা বদলে দিন, শুধু আপনাদের এলাকার বা প্রয়োজনের জন্য নয়, আগামী প্রজন্ম ও দেশকে রক্ষার জন্য। বিভেদের, নেতিবাচক রাজনীতি পিছনে ফেলে সেই রাজনীতির হাত ধরুন, যা আপনাদের কথা, আপনাদের ক্ষোভ, অভিযোগ, তার নিরসনের চেষ্টার কথা বলবে। গণতন্ত্রে মানুষের ক্ষমতার থেকে বড় কিছু হয় না। আপনাদের ভোটাধিকার আছে, সেটা আপনাদের সবচেয়ে বড় শক্তিও। ভোট আপনার অধিকার, অস্ত্রও। সঠিক বিচার করে তার প্রয়োগ করুন।
নাম না করে মোদিকে নিশানা করে প্রিয়ঙ্কা ভোটারদের বলেন, এমন কাউকে এগিয়ে যেতে দেওয়া উচিত নয় যিনি মিথ্যা বলেন, আপনাদের জন্য কাজ করেন না।