মঙ্গলবারই বিজেপিতে যোগ দিয়েছেন সানি দেওল। প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ ও রেলমন্ত্রী পীযূষ গয়ালের উপস্থিতিতে দলে যোগ দেন সানি। তারপর থেকেই সিনেটাউন জুড়ে চলছে সানি-চর্চা।
সানি দেওলের বহু ছবি পরিচালনা করেছেন অনিল শর্মা। 'আপনে', 'দ্য হিরো: লাভ স্টোরি অফ আ স্পাই' ইত্যাদি। তিনি সানিকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ' ৫৬ ইঞ্চির ছাতি তো ছিলই, এবার ৬২ ইঞ্চিও এসে গেল...শুভেচ্ছা প্রিয় অভিনেতাকে বিজোপিতে যোগ দেওয়ার জন্য'।



সানির বোন এষা দেওলও টুইটার হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন। ইশা আর অহনা ধর্মেন্দ্রর দ্বিতীয় স্ত্রী হেমা মালিনীর সন্তান। সানি ও ববির মা ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কউর। এছাড়াও ধর্মেন্দ্রর আরও দুই মেয়ে আছে।
হেমা মালিনী বিজেপির মথুরা কেন্দ্রের প্রার্থী। সানি ভোটে লড়ছেন গুরুদাসপুর থেকে। সানির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এষা। লিখেছেন, "মোর পাওয়ার"।



সানি ও ববি, এষা-অহনার প্রতি স্নেহশীল। কিন্তু পারিবারিক জটিলতার কারণেই তাঁরা বড় একটা কাছাকাছি আসেন না। এমনকী অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এষার বিয়েতেও যাননি দেওল-ভাইরা।
গুরুদাসপুর থেকে ভোটে লড়ছেন সানি। এখান থেকে আগে বিজেপি প্রার্থী হয়েছিলেন বিনোদ খান্না।