রামপুর: ভোটের উত্তপ্ত হাওয়ায় সরগরম গোটা দেশ। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম বাকযু্দ্ধে একের পর এক ‘বিস্ফোরণ’ ঘটাচ্ছেন ভোট প্রার্থীরা। কোথাও রাজনৈতিক তরজা কোথাও আবার ব্যক্তি আক্রমণ। এই তো দিন কয়েক আগেই বিজেপি প্রার্থী জয়াপ্রদাকে নিয়ে বলতে গিয়ে ‘অন্তর্বাস’ পর্যন্ত ভাষণে টেনে নিয়ে এলেন সমাজবাদী নেতা আজম খান। ‘আলী, বজরংবলী’, মন্তব্যে বিতর্ক বাঁধিয়েছেন বিএসপি নেত্রী মায়াবতীও। এবার সেই তালিকায় নিজের নাম নথিভুক্ত করালেন উত্তর প্রদেশের রামপুর লোকসভা কেন্দ্রের তারকা প্রার্থী জয়াপ্রদা।
মায়াবতীকে সতর্ক করতে গিয়ে আজম খানকে বিঁধলেন অভিনেত্রী প্রার্থী। “আমাকে নিয়ে আজম খান যে মন্তব্য করেছেন তারপর মায়াবতীজি আপনারও ভাবা উচিত, ওর এক্স-রে-র মতো চোখ আপনার কোথায় কোথায় নজর দিচ্ছে।” ১৮ এপ্রিল কেরমিতে এক নির্বাচনী সভায় এমনই বক্তব্য রাখেন তিনি।
ধর্তব্যযোগ্য নয়, এমন বক্তব্যের কারণেই তারকা প্রার্থী জয়াপ্রদার বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ। অতীতে তাঁর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে শাস্তি ভোগ করতে হয়েছিল আজম খানকে। যার ফলে তাঁকে ৭২ ঘণ্টা ‘ব্যান’ করেছিল নির্বাচন কমিশন। ওই ৭২ ঘণ্টা কোনও প্রচারই করতে পারেননি আজম খান। নির্বাচনী বিধি ভঙ্গের দোষে শাস্তি পেয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং বিএসপি নেত্রী মায়াবতীও।