বেগুসরাই: লোকসভা নির্বাচনের প্রচার জোরকদমে চলছে সারা দেশজুড়ে। এরইমধ্যে বিহারে একটি নজরকাড়ার মতো ঘটনা সামনে এল। বিহারের নীতীশ কুমার সরকারের বিরুদ্ধে সরব বেগুসরাইয়ের সিপিআই প্রার্থী কানহাইয়া কুমার। আর সেই কানহাইয়ার পক্ষেই ভোট প্রার্থনা করতে দেখা গেল সেই নীতীশ কুমারের দল জেডিইউ-এর এক নেতাকে। ওই নেতা জেডিইউ-র বেগুসরাই জেলা কোষাধ্যক্ষ নরেন্দ্র সিংহ।কানহাইয়াকে ‘ বেগুসরাই কা লাল’ বলেও মন্তব্য করেছেন তিনি।
কানহাইয়া ভোটের প্রচারে নরেন্দ্র সিংহর বাড়িতে যান। ওই সময় জেডিইউ নেতা শুধু কানহাইয়াকে ভোট দেওয়ার আবেদনই জানাননি, তিনি সিপিআই প্রার্থীর সমর্থনে স্লোগানও দেন। সেইসঙ্গে কানহাইয়ার গলায় মালাও পরিয়ে দেন।
এ ব্যাপারে প্রশ্নের উত্তরে নরেন্দ্র সিংহ বলেছেন, কানহাইয়া প্রথমবার তাদের গ্রামে এসেছিলেন। এজন্য তাঁরা তাঁকে স্বাগত জানিয়েছিলেন। কারণ, অতিথি দেব ভবঃ। তিনি জনগনকে বলেন, ভোটে বিভিন্ন মতাদর্শের ব্যক্তি রয়েছেন এবং নিজের পছন্দ অনুযায়ী প্রার্থীকে ভোটদানের অধিকার সবার রয়েছে।
নরেন্দ্র সিংহ বলেছেন, তিনি যে দলে রয়েছেন সেই দলের হয়েই প্রচার করবেন ও ভোট চাইবেন। কিন্তু বেগুসরাইয়ে দলের নেতৃত্বে কমতি রয়েছে। আর কানহাইয়া যে ‘বেগুসরাই কা লাল’, তা বলতে তাঁর বিন্দুমাত্র সঙ্কোচ নেই।
বেগুসরাইয়ে সিপিআই প্রার্থী কানহাইয়া। জেডিইউ-র শরিক বিজেপি এই আসনে এবার কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহকে প্রার্থী করেছে। অন্যদিকে, এই আসনে আরজেডি প্রার্থী তনবির হাসান।
কানহাইয়ার হয়ে ভোট চাইলেন জেডিইউ নেতা, পরালেন মালাও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Apr 2019 05:36 PM (IST)
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -