ডিএমকে প্রার্থীর দপ্তর থেকে বিপুল নগদ অর্থ উদ্ধার, কমিশনের সুপারিশে বাতিল ভেলোরের লোকসভা নির্বাচন
Web Desk, ABP Ananda | 16 Apr 2019 09:03 PM (IST)
গত ৩০ মার্চ আয়কর দপ্তরের লোকজন আনন্দের বাবা দুরাই মুরুগানের বাসভবনে হানা দেয়। নির্বাচনের পিছনে হিসাব-বহির্ভূত অর্থের ব্যবহার হচ্ছে, এমন সন্দেহেই সেখানে তল্লাসি হয়।
নয়াদিল্লি: নির্বাচন কমিশনের সুপারিশক্রমে বাতিল তামিলনাড়ুর ভেলোর লোকসভা কেন্দ্রের নির্বাচন। দিনকয়েক আগে ওই কেন্দ্রের ডিএমকে প্রার্থী কাথির আনন্দের দপ্তর থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের পর শোরগোল হয়। ১৮ এপ্রিল সেখানে ভোটগ্রহণের কথা ছিল। সোমবার নির্বাচন বাতিলের সুপারিশ করে কমিশন। আজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তা গ্রহণ করে ভেলোরে নির্বাচনের বিজ্ঞপ্তিটি বাতিল করেন। আয়কর দপ্তরের রিপোর্টের ভিত্তিতে অভিযুক্ত কাথির আনন্দ ও তাঁর দলের দুই কর্মকর্তার বিরুদ্ধে গত ১০ এপ্রিল জেলা পুলিশ অভিযোগ দায়ের করার পর কমিশন সেখানে ভোট বাতিলের সিদ্ধান্ত নেয়। পুলিশ বলেছে, আনন্দকে মনোনয়ন পত্রের সঙ্গে পেশ করা হলফনামায় ‘ভুল তথ্য’ দেওয়ায় জনপ্রতিনিধিত্ব আইনে অভিযুক্ত করা হয়। শ্রীনিবাসন ও দামোদরণ নামে বাকি দুজনকে ঘুষের দায়ে অভিযুক্ত করা হয়েছে। মঙ্গলবার আইনমন্ত্রকের বিধান পরিষদীয় শাখায় সেখানে ভোট বাতিলের সুপারিশ পাঠানো হয়। তারা বিজ্ঞপ্তি জারি করেছিল। ভোট বাতিলের সিদ্ধান্ত জানানো হয়েছে তামিলনাড়ুর মুখ্য নির্বাচনী অফিসারকে। তিনি এবার রাজনৈতিক দলগুলিকে, প্রার্থীদের সিদ্ধান্তটি জানিয়ে দেবেন বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। গত ৩০ মার্চ আয়কর দপ্তরের লোকজন আনন্দের বাবা দুরাই মুরুগানের বাসভবনে হানা দেয়। নির্বাচনের পিছনে হিসাব-বহির্ভূত অর্থের ব্যবহার হচ্ছে, এমন সন্দেহেই সেখানে তল্লাসি হয়। সেখানে ‘হিসাবহীন’ ১০.৫০ লক্ষ টাকা পায় আয়কর। দুদিন বাদে আয়কর দাবি করে, ওই জেলাতেই এক ডিএমকে নেতার সহযোগীর সিমেন্টের গুদাম থেকে ১১.৫৩ কোটি টাকা মিলেছে। মুরুগান অবশ্য কিছুই গোপন করেননি বলে দাবি করেন। আয়কর দপ্তরের অভিযানের সময় নিয়ে তিনি প্রশ্ন তুলে দাবি করেন, নির্বাচনী ময়দানে তাঁদের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন যাঁরা, এমন কিছু নেতার ‘চক্রান্তে’ই আয়কর দপ্তর তল্লাশি চালিয়েছে।