নয়াদিল্লি: বিশ্বকাপের জন্য নির্বাচকরা খুব শক্তিশালী দল বেছে নিয়েছেন। এমনই মন্তব্য করেছেন ভারতীয় দলের ওপেনার শিখর ধবন। আগামী ৩০ মে ইংল্যান্ডে শুরু হচ্ছে বিশ্বকাপ।
এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন বোর্ডের নির্বাচক কমিটি গতকাল বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল বেছে নিয়েছে। দলের অধিনায়ক বিরাট কোহলি, সহ অধিনায়ক রোহিত শর্মা। দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে তরুণ ঋষভ পন্তের পরিবর্তে দলে এসেছেন অভিজ্ঞ দীনেশ কার্তিক।
আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস আয়োজিত অঙ্গদান সংক্রান্ত একটি সচেতনামূলক অনুষ্ঠানে শিখর বলেছেন, বিশ্বকাপে আমাদের দল খুবই ভালো ও শক্তিশালী। টুর্নামেন্টে ভালো পারফর্ম করতে মুখিয়ে রয়েছি।
চলতি আইপিএলে পয়েন্ট তালিকায় এখন চেন্নাই সুপার কিংসের পর দ্বিতীয় স্থানে উঠে এসেছে দিল্লি ক্যাপিটালস। শিখর বলেছেন, অভিজ্ঞ কোচ রিকি পন্টিং ও পরামর্শদাতা সৌরভ গঙ্গোপাধ্যায় দলকে সাহায্য করছেন। অধিনায়ক হিসেবে তাঁদের অভিজ্ঞতা, সেইসঙ্গে আত্মবিশ্বাস দলের মধ্যে সঞ্চার করেছেন তাঁরা। একইসঙ্গে দলের তরুণ ক্রিকেটাররা দ্রুত পরিণত হয়ে উঠছে বলেও মন্তব্য করেছেন শিখর।