অশান্তির আশঙ্কায় ভোটগণনার প্রাক্কালে সব রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলকে সতর্ক করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
Web Desk, ABP Ananda | 22 May 2019 07:48 PM (IST)
বিবৃতিতে বলা হয়েছে, ভোটগণনার দিন বিভিন্ন মহল থেকে হিংসা, গন্ডগোল ছড়ানো ও বাধা-বিঘ্ন সৃষ্টির জন্য উসকানি দেওয়া হচ্ছে। সে কারণেই এই সতর্কতা।
নয়াদিল্লি: বেশ কিছু মহল থেকে হিংসা সৃষ্টির উসকানি দেওয়া হচ্ছে বলে উল্লেখ করে বৃহস্পতিবার ভোটগণনা শুরুর প্রাক্কালে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে সতর্ক করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কাল দেশের নানা জায়গায় হিংসার আশঙ্কা প্রকাশ করে সব রাজ্য, কেন্দ্রশাসিত এলাকার প্রশাসনকে সাবধান করেছে কেন্দ্র। বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রক তাদের আইনশৃঙ্খলা, শান্তি, স্থিতিশীলতা বজায় রাখতেও বলেছে। বিবৃতিতে বলা হয়েছে, সব রাজ্যের মুখ্যসচিব, পুলিশের ডিরেক্টর জেনারেলদের আগামীকালের ভোটগণনাকে কেন্দ্র করে দেশের নানা প্রান্তে হিংসা মাথাচাড়া দেওয়ার আশঙ্কার উল্লেখ করে সাবধান করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। স্ট্রংরুম ও ভোটগণনা কেন্দ্রগুলির সুরক্ষা নিশ্চিত করতে যথেষ্ট ব্যবস্থা নিতেও রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বলেছে মন্ত্রক। বিবৃতিতে বলা হয়েছে, ভোটগণনার দিন বিভিন্ন মহল থেকে হিংসা, গন্ডগোল ছড়ানো ও বাধা-বিঘ্ন সৃষ্টির জন্য উসকানি দেওয়া হচ্ছে। সে কারণেই এই সতর্কতা। পিটিআইয়ের খবর, জনৈক সরকারি অফিসার জানিয়েছেন, কেন্দ্রীয় নিরাপত্তা এজেন্সিগুলি খবর পেয়েছে, কিছু সংগঠন ও লোকজন এমন বেশ কিছু মন্তব্য করেছে, যা থেকে হাঙ্গামা, অশান্তি তৈরি হতে পারে, বিশেষ করে উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার ও ত্রিপুরায়।