হায়দরাবাদ: গোটা বিরোধী শিবির ইভিএম নিয়ে সংশয় জানালেও তাদের সঙ্গে একমত নয় তেলঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস)। তেলঙ্গানার মু্খ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (কেসিআর)য়ের দল ইভিএম ও ভিভিপ্যাট কাজে লাগিয়ে পাওয়া নির্বাচনী ফলাফলের বৈধতা নিয়ে তাদের কোনও সন্দেহ, সংশয় নেই বলে জানিয়েছে। দলের বিধান পরিষদ সদস্য পাল্লা রাজেশ্বর রেড্ডি পিটিআইকে বলেছেন, আমাদের তেমন সন্দেহ নেই। আগে অবশ্য আমাদের কিছু সংশয় ছিল। কিন্তু বারবার তা খতিয়ে দেখার পর নির্বাচন কমিশনের বক্তব্যই সঠিক প্রমাণিত হয়েছে। তারপর আমাদেরও বিশ্বাস হয়েছে। আমরাও কয়েকটা নির্বাচনে জিতেছি, কয়েকটায় হেরেছি।
বিরোধীরা ভোটগণনার সময় প্রথমে ভিভিপ্যাট স্লিপ গণনার দাবি জানালেও নির্বাচন কমিশন তা আজ খারিজ করেছে। সে ব্যাপারে প্র্শ্নের উত্তরে একথা বলেন টিআরএস নেতাটি। অতীতে টিআরএসও অনেক ভোটে হেরেছে বলে উল্লেখ করেন তিনি। বলেন, আমরা সন্তুষ্ট। ভাল বা খারাপ, পক্ষে বা বিপক্ষে, ফলাফল যা-ই হোক না কেন, আমরা সেটাই জনতার রায় হিসাবে মেনে নেব।
২২টি বিরোধী দল মঙ্গলবার কমিশনে গিয়ে দাবি করে, গণনা শুরুর আগে বাছবিচার না করে পাঁচটি যে কোনও ভিভিপ্যাট স্লিপ প্রথমে গুণে দেখা হোক, যদি কোনও গণ্ডগোল বা গরমিল ধরা পড়ে, তাহলে খুব দেরি হয়ে যাওয়ার আগে সব ভিভিপ্যাট গুণে দেখা যেতে পারে। কিন্তু কমিশন বিরোধীদের দাবি প্রত্যাখ্যান করেছে।