উজ্জ্বয়িনী: নরেন্দ্র মোদি চলতি নির্বাচনের প্রচারে তাঁর বাবা, ঠাকুমাকে ‘অপমান করলেও’ তিনি কখনই তাঁর অভিভাবকদের সম্পর্কে খারাপ কথা বলবেন না বলে জানালেন রাহুল গাঁধী। মঙ্গলবার লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফার ভোটগ্রহণের প্রচারে এখানে কংগ্রেস মোদিকে ‘ভালবাসা’ দিয়ে হারাবে বলেও জানান তিনি। কংগ্রেস সভাপতি বলেন, মোদিজি ঘৃণা ছড়িয়ে কথা বলেন, আমার বাবা, ঠাকুমা, প্রপিতামহকে অপমান করেন। কিন্তু আমি জীবনে কখনও ওনার পরিবার, বাবা-মাকে নিয়ে কিছু বলব না। মরে গেলেও কখনও ওনার বাবা, মাকে অসম্মান করব না। এর কারণ আমি আরএসএস বা বিজেপির নই, কংগ্রেসের লোক। আমার উদ্দেশ্যে ঘৃণা বর্ষণ করলেও ওনাকে বদলে ভালবাসাই দেব। মোদিজি, আপনাকে হারাব আলিঙ্গন করে, ভালবাসা দিয়ে।
সম্ভবত, একটি সংবাদ চ্যানেল ও বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে দেওয়া সাম্প্রতিক দুটি সাক্ষাত্কারে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গেই একথা বলেন রাহুল। বলেন, মোদি বালাকোট অভিযানের সময় ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমানগুলিকে পাকিস্তানি রেডারের নজর এড়াতে মেঘের আবরণের ‘সাহায্যে’র কথা বলেছেন, গাছে চড়া, আম খাওয়ার উল্লেখও করেছেন। মেঘ, আম নিয়ে বলা বন্ধ করে এবার প্রাসঙ্গিক ইস্যু নিয়ে বলুন, যেগুলি নিয়ে কিছুই বলছেন না।
রাফাল চুক্তির উল্লেখ করেও মোদিকে নিশানা করে রাহুল বলেন, ‘চৌকিদার’ এই ডিলে চুরি করেছেন, তাই দুর্নীতির ব্যাপারে বলতে পারছেন না। এই ইস্যুতে আমার সঙ্গে বিতর্কে নামলে ভারতের সামনে মোদিজি মুখ দেখাতে পারবেন না বলেও মন্তব্য করেন তিনি।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথকেও রাহুল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিংহ চৌহানের পরিবারের দুজন সদস্যের নাম জানাতে বলেন, যাঁদের কৃষিঋণ মকুব করা হয়েছে বলে তাঁর দাবি। রাহুল বলেন, শিবরাজজির পরিবারের সদস্যদের ঋণও আমরা মকুব করেছি, কিন্তু তা সত্ত্বেও তিনি মিথ্যা বলছেন, কৃষিঋণ মকুব করা হয়নি। আমরা ভালবেসে হাজার হাজার বিজেপি কর্মীদের ঋণও মকুব করেছি। ওরা সবাই আমাদেরই লোক, ওদের আমরা ঘৃণা করি না।
এর আগে নিমাচের জনসভায় তিনি, প্রধানমন্ত্রীর বালাকোট অভিযানের সময় আকাশে মেঘ থাকায় বায়ুসেনার বিমান পাকিস্তানি রেডারের নজরের বাইরে ছিল, এই মন্তব্যের জন্য তাঁকে প্রশ্ন করেন, মোদিজি, ভারতে বৃষ্টি হলে কি সব বিমান রাডারের নজর থেকে হারিয়ে যায়। অক্ষয় কুমারকে দেওয়া মোদির সাম্প্রতিক সাক্ষাত্কারের প্রসঙ্গ তুলেও তাঁকে কটাক্ষ করেন রাহুল। সাক্ষাত্কারে মোদি বলেছিলেন, তিনি ছোটবেলায় আম খেতে ভালবাসতেন, এখনও বাসেন। রাহুল তাঁকে উদ্দেশ্য করে বলেন, মোদিজি, কী করে আম খেতে হয়, আপনি শেখালেন। এবার দেশবাসীকে বলুন, কর্মহীন বেকারদের জন্য কী করেছেন।
উনি আমার পরিবারকে করলেও মোদির পরিবারকে মরে গেলেও অপমান করব না, বললেন রাহুল, মোদিজি, ভারতে বৃষ্টি হলে কি সব বিমান রাডারের নজর থেকে হারিয়ে যায়, প্রশ্ন
Web Desk, ABP Ananda
Updated at:
14 May 2019 06:32 PM (IST)
রাফাল চুক্তির উল্লেখ করেও মোদিকে নিশানা করে রাহুল বলেন, ‘চৌকিদার’ এই ডিলে চুরি করেছেন, তাই দুর্নীতির ব্যাপারে বলতে পারছেন না। এই ইস্যুতে আমার সঙ্গে বিতর্কে নামলে ভারতের সামনে মোদিজি মুখ দেখাতে পারবেন না বলেও মন্তব্য করেন তিনি।
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -