নয়াদিল্লি: হাঁটুতে রক্ত ঝরছে। আর তা নিয়েই আইপিএলের ফাইনালে ব্যাটিং করেছিলেন চেন্নাই সুপার কিংসের ওপেনার শেন ওয়াটসন। দলকে প্রায় জয়ের দোরগড়ায় পৌঁছে দিয়েছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হয়নি। শেষ ওভারে ৮০ রান করে তিনি রান আউট হয়ে যাওয়ার পর ১ রানে ম্যাচে হেরে যায় চেন্নাই। ওইদিন ফাইনালে যে তিনি রক্তাক্ত হাঁটু নিয়েই ব্যাট করেছিলেন, সে কথা জানিয়েছেন চেন্নাইয়ের স্পিনার হরভজন সিংহ। আর এ কথা জানার পর দলের প্রতি ওয়াটসনের দায়বদ্ধতার প্রশংসায় মুখর হয়েছেন অনুরাগীরা।
হরভজন জানিয়েছেন, রান তাড়া করার সময় নিজের উইকেট বাঁচাতে ঝাঁপ দেন ওয়াটসন। সেই সময় হাঁটুতে আঘাত লাগে তাঁর। বাঁ পায়ে ছটি সেলাই করতে হয়েছে ওয়াটসনের।


ওয়াটসনের রক্তাক্ত হাঁটুর একটি ছবি ভাজ্জি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপসনে ভাজ্জি লিখেছেন, আপনারা নিশ্চয় ওর হাঁটুতে রক্ত দেখতে পাচ্ছেন..ম্যাচের পর ছয়টি সেলাই নিতে হয়েছে...ঝাঁপিয়ে পড়ার পর আঘাত লাগে, কিন্তু এরপরও কাউকে কিছু না বলেই ব্যাটিং করে যায়।
দেখুন রক্তাক্ত হাঁটু নিয়েই ব্যাটিং করছেন ওয়াটসন।




হরভজন এই তথ্য জানানোর পর সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা ওয়াটসনের ওই প্রচেষ্টাকে কুর্ণিশ করেন। ফাইনালে ৫৯ বলে ৮০ রান করেন তিনি।