কুরুক্ষেত্র: হরিয়ানায় নির্বাচনী প্রচারে গিয়ে কংগ্রেস নেতারা তাঁকে কী কী শব্দ ব্যবহার করে আক্রমণ করছেন, তার উল্লেখ করে ক্ষোভ জানালেন নরেন্দ্র মোদি। তিনি কটাক্ষ করেন, কংগ্রেস তাদের ‘প্রেমের অভিধান’ থেকে বাছা বাছা শব্দ তুলে তাঁকে গালাগাল করছে। এমনকী তাঁর মাকেও রেয়াত করছে না বলে অভিযোগ করেন। বলেন, আমি ওদের দুর্নীতি বন্ধ করেছি, পরিবারতন্ত্রকে চ্যালেঞ্জ করেছি বলে ওরা ভালবাসার মুখোশ পরে আমায় গালমন্দ করছে।
কুরুক্ষেত্রের জনসভায় প্রধানমন্ত্রী বলেন, আমি হরিয়ানা, কুরুক্ষেত্রে নিজের ঘরে এলাম। এগুলি সত্যের স্থল, তাই এখান থেকেই দেশবাসীকে বলতে চাই ওদের প্রেমের অভিধানে কী আছে, আর তা থেকে কোন কোন শব্দ ওরা আমার জন্য নিয়েছে। তাঁকে কংগ্রেস হিটলার, দাউদ ইব্রাহিম, মুসোলিনির পাশে বসিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
মোদি তাঁর প্রয়াত পিতা রাজীব গাঁধীকে অপমান করলেও তাঁর মনে প্রধানমন্ত্রীর জন্য শুধু ভালবাসাই আছে বলে গত সোমবার জানান রাহুল গাঁধী। সেই প্রেক্ষাপটেই মোদি আজ বলেন, কংগ্রেসের এক নেতা আমাকে নালার কীট বলেছেন, একজন বলেছেন, পাগলা কুকুর, তো কেউ বলেছেন ভস্মাসুর। আরও এক কংগ্রেস নেতা, যিনি বিদেশমন্ত্রী ছিলেন, হনুমান বলেছেন আমায়, আরেকজন দাউদ ইব্রাহিমের সঙ্গে আমার তুলনা করেছেন। আমার মাকে পর্যন্ত কুরুচিকর ভাষায় আক্রমণ করা হয়েছে, কে আমার বাবা, প্রশ্ন তোলা হয়েছে। মনে রাখবেন, এসব বলা হয়েছে আমি প্রধানমন্ত্রী হওয়ার পর।
যাঁরা তাঁকে কেটে টুকরো টুকরো করার হুমকি দিয়েছে, কংগ্রেস তাদের টিকিট দিয়ে সমর্থন করেছে, মনোবল চাঙ্গা করেছে বলে অভিযোগ করে মোদি বলেন, কংগ্রেস নেতাদের এই আচরণ নিয়ে কেউ প্রশ্ন করেনি। কেননা ওরা মোদিকে টুকরো টুকরো করতেই চায়।
প্রধানমন্ত্রী আরও বলেন, আমি জানি, প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে এধরনের শব্দ মুখে আনা ঠিক নয়। বাচ্চারা, ছেলেমেয়েরা স্কুল, কলেজে পড়ছে। তারাও হয়তো আমার ভাষণ শুনছে। কিন্তু এ ধরনের শব্দ (যা কংগ্রেস নেতারা তাঁর বিরুদ্ধে বলেছেন) ওদের শেখা বা বলা, কোনওটাই উচিত নয়।