নয়াদিল্লি: রামলীলা ময়দানে এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে তিনটি প্রশ্ন ছুঁড়ে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তিনি বলেন, ‘বিজেপি কেন অর্ডিন্যান্স পাশ করে সিলিং বন্ধ করেনি? ২০১৪ সালে দিল্লিকে পূর্ণ রাজ্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি। বিজেপি কেন পূর্ণ রাজ্য করেনি? ইমরান খান কেন নরেন্দ্র মোদিকে সমর্থন করছেন?’

সম্প্রতি এক জনসভায় আক্রান্ত হন কেজরীবাল। তাঁকে চড় মারে এক যুবক। আপ-এর দাবি, বিজেপি-ই এই হামলার পিছনে ছিল। আজ ফের সেই অভিযোগ তুলেছেন কেজরীবাল। তাঁর দাবি, প্রধানমন্ত্রীই তাঁর উপর হামলার চক্রান্ত করেছেন। বিজেপি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।