মুম্বই: ২৯ এপ্রিল মুম্বই দক্ষিণ লোকসভা কেন্দ্রে ভোট। তার প্রাক্কালে সেখানকার কংগ্রেস প্রার্থী মিলিন্দ দেওরাকে সমর্থন ঘোষণা করলেন শিল্পপতি মুকেশ অম্বানি ও ব্যাঙ্কার উদয় কোটাক। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মিলিন্দ নিজের ট্যুইটার পেজে একটি ভিডিও শেয়ার করেছেন, যাতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ বলেছেন, মিলিন্দই দক্ষিণ মুম্বইয়ের সঠিক প্রতিনিধি। আর কোটাক মুম্বই কংগ্রেস প্রধানের প্রশংসা করে বলেছেন, মুম্বইবাসীকে যোগ্য সঙ্গত দিতে পারেন মিলিন্দ।
ঘটনাচক্রে মুকেশের শিল্পপতি ভাই অনিল অম্বানিকে রাফালকাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি তীব্র আক্রমণ করেছে কংগ্রেস। সেই প্রেক্ষাপটে কংগ্রেস প্রার্থীকে সমর্থন মুকেশের। তিনি ভিডিওতে বলেছেন, মিলিন্দ ১০ বছর ধরে দক্ষিণ মুম্বইয়ের প্রতিনিধি। আমার বিশ্বাস, দক্ষিণ মু্ম্বইয়ের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ইকো সিস্টেম সম্পর্কে গভীর জ্ঞান আছে তাঁর। দক্ষিণ মুম্বইয়ের প্রকৃত প্রতিনিধি তিনিই। আর মিলিন্দ মুম্বইকারদের সঙ্গে নিজেকে মেলাতে পারেন বলে তিনি ‘আন্তরিক ভাবেই’ বিশ্বাস করেন বলে জানিয়েছেন কোটাক। বলেছেন, ওঁর পরিবার দীর্ঘদিন ধরে মুম্বইয়ের সঙ্গে জড়িয়ে আছে। মুম্বই যোগের সত্যিকারের প্রতিনিধি তিনি। ভিডিওতে অনেক ছোট-মাঝারি মাপের ব্যবসায়ীকেও মিলিন্দকে সমর্থন জানাতে শোনা গিয়েছে।




‘অকুণ্ঠ’ সমর্থনের জন্য বণিক, শিল্পোদ্যোগীদেরও ধন্যবাদ জানিয়েছেন মিলিন্দ। তিনি এহেন সমর্থন ‘বিনম্র’ হয়ে গ্রহণ করছেন বলেও জানিয়েছেন। বলেছেন, আমি এজন্যও সমান গর্বিত যে, পানওয়ালা, ছোট ব্যবসায়ীরাও সমর্থন করছেন। তাঁকে উদ্ধৃত করে এক বিবৃতিতে বলা হয়েছে, গত ৫ বছরে মুম্বইয়ের সত্তার অবিচ্ছেদ্য অংশ শিল্প ও ব্যবসা-বাণিজ্যের মঙ্গলের কথা সংসদে বলার মতো কেউ ছিল না। শ্রী অম্বানি ও শ্রী কোটাকের মতো শীর্ষ ব্যক্তিত্ব যে ভাষায় আমায় সমর্থন করেছেন, আমার মাথা তাতে শ্রদ্ধায় নত হয়ে আসছে।
ভোটে তাঁর প্রতিদ্বন্দ্বী শিবসেনার অরবিন্দ সাবন্ত, যিনি ২০১৪-য় ওই কেন্দ্রেই জিতেছিলেন।
এবার নির্বাচনে জিতলে তিনি এমন এক শিল্পবান্ধব পরিবেশ তৈরির চেষ্টা করবেন, যাতে কর্মসংস্থান ও সমৃদ্ধি হবে, প্রতিশ্রুতি দিয়েছেন মিলিন্দ।