করাচি: আউট অফ ফর্ম পেসার মহম্মদ আমিরকে বাইরে রেখে আগামী বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান। স্কোয়াডে রাখা হয়েছে ব্যাটসম্যান আবিদ আলিকে।
বিশ্বকাপ স্কোয়াড ও দুই রিজার্ভ প্লেয়ারের নাম ঘোষণা করে পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক বলেছেন, দল বাছাই প্রক্রিয়ায় ২০১৭-র চ্যাম্পিয়ন্স ট্রফির দলের ১১ জনকে ধরে রাখা হয়েছে। বিশ্বকাপে এই দল ভালো পারফর্ম করবে বলে আশা প্রকাশ করেছেন ইনজামাম।
দুই বছর আগের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত পারফর্ম করেছিলেন আমির। বিশেষ করে, ফাইনালে জ্বলে উঠেছিলেন তিনি। কিন্তু তারপর থেকে ফর্ম হারিয়ে ফেলেন তিনি। গত ১৪ ম্যাচে মাত্র চারটি উইকেট পেয়েছেন তিনি।
পাক নির্বাচকরা সিনিয়র শোয়েব মালিক ও মহম্মদ হাফিজের ওপর আস্থা রেখেছেন।
তবে টুর্নামেন্টের আগে ১০০ শতাংশ ফিট হয়ে উঠবেন হাফিজ, এই ভরসাতেই তাঁকে স্কোয়াডে রাখা হয়েছে। বর্তমানে বুড়ো আঙুলের চোট সারিয়ে উঠছেন তিনি।
ইনজামাম বলেছেন, চিকিত্সকরা হাফিজকে বল বা ব্যাট না করতে বলেছেন। দুই সপ্তাহের মধ্যে রিহ্যাব শেষে খেলায় ফিরতে পারবেন তিনি।
পাকিস্তানের বিশ্বকাপ দল- সরফরাজ আহমেদ (অধিনায়ক), ফকর জামান, ইমাম-উল-হক, আবিদ আলি, বাবর আজম, শোয়েব মালিক, হ্যারিস সোহেল, মহম্মদ হাফিজ, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি,ফাহিম আশরফ, শাহিন শাহ আফ্রিদি, জুনেইদ খান, মহম্মদ হাসনেইন।
রিজার্ভ প্লেয়ার- আসিফ আলি, মহম্মদ আমির
আমিরকে বাদ দিয়ে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান
Web Desk, ABP Ananda
Updated at:
18 Apr 2019 07:19 PM (IST)
দুই বছর আগের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত পারফর্ম করেছিলেন আমির। বিশেষ করে, ফাইনালে জ্বলে উঠেছিলেন তিনি। কিন্তু তারপর থেকে ফর্ম হারিয়ে ফেলেন তিনি। গত ১৪ ম্যাচে মাত্র চারটি উইকেট পেয়েছেন তিনি।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -