পটনা: মা রাবড়ি দেবী, পাটলিপুত্র কেন্দ্রের প্রার্থী, বোন মিসা ভারতী ও ভাই তেজপ্রতাপ যাদব ভোট দিলেও আরজেডি নেতা তেজস্বী যাদব রবিবার নিজের ভোটাধিকার প্রয়োগ না করায় কটাক্ষ এনডিএ-র। লালুপ্রসাদ যাদবের পুত্র তথা তাঁর দলের নেতৃত্বের সম্ভাব্য উত্তরাধিকারীর ভোটদানে বিরত থাকা নিয়ে বিজেপি মুখপাত্র নিখিল আনন্দ মন্তব্য করেছেন, যেহেতু নিজের পরিবারের কেউ প্রধানমন্ত্রী পদের দৌড়ে নেই, তাই ভোট দেননি তেজস্বী। পাশাপাশি তেজস্বী আসলে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর নেতৃত্ব স্বীকার করেন না বলেও দাবি করেন আনন্দ।
বিজেপির জোটসঙ্গী জেডি (ইউ)এর মুখপাত্র তথা বিধায়ক নীরজ কুমার বিস্ময় প্রকাশ করে বলেন, তেজস্বী বিহার ঘুরে নিজের জেলবন্দি পিতা লালুপ্রসাদ যাদবের নামে ভোট দিতে জনগণকে আবেদন করলেন, কিন্তু নিজেই কিনা ভোট দিলেন না!
তবে আরজেডি-র জাতীয় সহ সভাপতি শিবানন্দ তেওয়ারি বলেন, আমি যত দূর জানি, ভোটার লিস্টে তেজস্বীর নামের পাশে ভুল ছবি থাকার জন্যই তিনি হয়তো ভোট দিতে পারেননি।
নির্বাচন কমিশন সূত্রে বলা হচ্ছে, নামের পাশে ভুল ছবির ব্যাপারটা সংশোধন করা হবে। কিন্তু তেজস্বী নিজের ভোটার পরিচতির কার্ড নিয়ে নিজের নির্দিষ্ট বুথে হাজির হলে তাঁর ভোটদান কোনওমতেই আটকানো যেত না।
এদিকে জল্পনা উড়িয়ে আরজেডি-র একটি সূত্রের দাবি, শুক্রবার সন্ধ্যায় ভোটপ্রচার শেষে তেজস্বী অন্যত্র চলে গিয়েছিলেন, ভোটের দিন ফেরেননি।
`
ভোট দেননি তেজস্বী, পরিবারের কেউ প্রধানমন্ত্রী পদের দৌড়ে নেই, রাহুলের নেতৃত্ব মানেন না, তাই! দাবি বিজেপি নেতার
Web Desk, ABP Ananda
Updated at:
20 May 2019 08:20 PM (IST)
নির্বাচন কমিশন সূত্রে বলা হচ্ছে, নামের পাশে ভুল ছবির ব্যাপারটা সংশোধন করা হবে। কিন্তু তেজস্বী নিজের ভোটার পরিচতির কার্ড নিয়ে নিজের নির্দিষ্ট বুথে হাজির হলে তাঁর ভোটদান কোনওমতেই আটকানো যেত না।
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -