জোহানেসবার্গ: আর মাত্র কয়েকদিন পরেই শুরু হচ্ছে বিশ্বকাপ। আগামী ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে কোনও দলকেই খাটো করে দেখা উচিত নয়। তার ওপর প্রথম খেলাই যদি দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে হয়, তাহলে আরও সতর্ক থাকতে হবে বিরাট কোহলির দলকে।
গত বছরই ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ হেরেছিল দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে ভারতকে হারিয়ে সেই হারের সুমধুর প্রতিশোধ নিতে চান প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিডি।
উল্লেখ্য, গত বছর একদিনের সিরিজে বিরাট কোহলির দল ৫-১ হারিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। ওই সিরিজে অধিনায়ক ফাফ ডুপ্লেসিস, এবি ডিভিলিয়ার্স ও কুইন্টন ডি ককের মতো খেলোয়াড়রা খেলতে পারেননি। এনগিডি মনে করেছেন, দলের প্রধান খেলোয়াড়দের উপস্থিতিতে দক্ষিণ আফ্রিকা দল যথেষ্ট শক্তিশালী এবং আগামী ৫ জুন সাউদাম্পটনে ভারতকে হারাতে সক্ষম।
এনগিডি বলেছেন, ভারতের বিরুদ্ধে মাঠে নামতে মুখিয়ে রয়েছি। ওরা যখন দক্ষিণ আফ্রিকা সফরে এসেছিল, তখন সেই সিরিজ ওদের পক্ষে খুব ভালো গিয়েছিল। তাই আমার মনে হয় হিসেবটা বরাবর করতে হবে। দলের বাকি খেলোয়াড়রাও এমনটাই ভাবছে বলে মনে করি।
এনগিডি আরও বলেছেন, ওদের দল খুবই ভালো।এটাই বাস্তব। ওই সিরিজটা ওদের কাছে খুব ভালো গিয়েছিল। কিন্তু আমাদের দলের কয়েকজন খেলোয়াড় খেলেননি। ওই খেলোয়াড়দের প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে দলও শক্তিশালী হয়েছে।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা কখনও বিশ্বকাপ জিততে পারেনি। এ ব্যাপারে এনগিডি বলেছে, তাঁরা দলকে ট্রফি এনে দিতে পারলে তা স্বপ্নপূরণের মতো বিষয় হবে।
প্রোটিয়া পেসার বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরুর পর থেকেই বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার বিষয়টি মাথায় থেকেছে। এখন আমি দলের অঙ্গ। আর পিছন ফিরে দেখতে চাই না। আমি রোমাঞ্চিত। বিশ্বকাপ জিতে তা দক্ষিণ আফ্রিকায় নিয়ে আসা সম্ভব হলে তা হবে স্বপ্ন পূরণের সামিল।