নয়াদিল্লি: ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির একার পক্ষে বিশ্বকাপ জেতানো সম্ভব নয়। দলের অন্যান্য ক্রিকেটারদেরও ভাল খেলতে হবে। এমনই মনে করছেন কিংবদন্তী সচিন তেন্ডুলকর। সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘সব ম্যাচেই অন্তত দু’জনকে ভাল খেলতে হবে। কিন্তু দলগত খেলা ছাড়া বেশি কিছু করা সম্ভব নয়। একজনের উপর নির্ভর করে কোনও প্রতিযোগিতা জেতা যায় না। গুরুত্বপূর্ণ মুহূর্তগুলিতে অন্যদেরও ভাল খেলতে হবে। সেটা না হলে হতাশ হতেই হবে।’


ভারতীয় দলের ব্যাটিং অর্ডার প্রসঙ্গে সচিনের বক্তব্য, ‘চার নম্বরে যে কেউ ব্যাট করতে পারে। আমাদের দলে সেরকম ব্যাটসম্যান আছে। আমি চার নম্বর জায়গাটা নিয়ে সমস্যার কিছু দেখছি না। চার, ছয় বা আট নম্বর যেটাই হোক না কেন, নিজেদের ভূমিকা বোঝার মতো যথেষ্ট ক্রিকেট খেলেছে আমাদের ছেলেরা। পরিস্থিতির বিষয়ে সচেতন থাকাই আসল।’

এবারের বিশ্বকাপে ভারতীয় দল নিয়ে খুশি সচিন। এ বিষয়ে তিনি বলেছেন, ‘দলে উপযুক্ত ভারসাম্য আছে। আমাদের দলের একাধিক ক্রিকেটারের ৮-১০ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে। পাশাপাশি কুলদীপ (যাদব), (লোকেশ) রাহুল, (যুজবেন্দ্র) চাহল, হার্দিক (পাণ্ড্য), জসপ্রীতের (বুমরাহ) মতো প্রতিভাবান তরুণ ক্রিকেটাররা আছে। ওরা দু’বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। তাই আমাদের দলের বিশ্বকাপ জেতার সম্ভাবনা বেশ ভাল।’