নয়াদিল্লি: সুলতানপুরে মানেকা গাঁধীর ‘এবিসিডি’ মন্তব্যের তীব্র নিন্দা করল নির্বাচন কমিশন। তাঁকে ভোট না দিলে এলাকায় উন্নয়ন হবে না বলে সম্প্রতি সেখানে মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী। আজ কমিশন তাঁকে ভবিষ্যতে ‘এমন অসদাচরণ করা’ থেকে বিরত থাকতে বলেছে।
গত ১৪ এপ্রিল উত্তরপ্রদেশের ওই কেন্দ্রের গ্রাম সারকোদায় নির্বাচনী জনসভায় মানেকা বলেন, পিলিভিটে প্রতিবারই জিতি আমরা। তাহলে কী সেই মাপকাঠি যার ভিত্তিতে একটি গ্রামে আমরা বেশি কাজ করি, আরেকটায় তার চেয়ে কম করি? নিজেই উত্তরটা দিয়ে বলেন, মাপকাঠি হল, গ্রামগুলিকে এ,বি, সি,ডি তালিকায় ভাগ করি। যেসব গ্রামে ৮০ শতাংশ ভোট পাই, সেগুলি থাকে এ-তে, ৬০ শতাংশ পাওয়া গ্রামগুলিকে বি, ৫০ শতাংশ পাওয়া গ্রামগুলিকে সি, তার কম ভোট পাওয়া গ্রামগুলিকে ডি-তে রাখা হয়। প্রথমে এ তকমা পাওয়া গ্রামগুলিতে উন্নয়নের কাজ হয়, তারপর হয় বি স্তরের গ্রামে, বি-র পরই সি-তালিকার গ্রামগুলিতে কাজ শুরু হয়।
কিন্তু নির্বাচন কমিশন বিস্মিত। তারা বলেছে, মানেকা এহেন মন্তব্যে শুধু মডেল আচরণবিধিই ভাঙেননি, ‘দুর্নীতিমূলক রীতি-রেওয়াজ’ মোকাবিলায় চালু জনপ্রতিনিধিত্ব আইনও লঙ্ঘন করেছেন। আগামীদিনে এমন অসদাচরণের পুনরাবৃত্তি যেন আর না হয়, মানেকাকে সাবধান করে বলেছে কমিশন।
সাম্প্রদায়িক মন্তব্য করায় গত ১৫ এপ্রিল মমতাকে তিরস্কার করে ৪৮ ঘন্টা তাঁর নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা ঘোষণা করেছিল কমিশন।
‘যেমন ভোট, তেমন কাজ!’ ‘এবিসিডি’ মন্তব্যের তীব্র নিন্দা করে মানেকাকে হুঁশিয়ারি কমিশনের
Web Desk, ABP Ananda
Updated at:
29 Apr 2019 03:45 PM (IST)
নির্বাচন কমিশন বিস্মিত। তারা বলেছে, মানেকা এহেন মন্তব্যে শুধু মডেল আচরণবিধিই ভাঙেননি, ‘দুর্নীতিমূলক রীতি-রেওয়াজ’ মোকাবিলায় চালু জনপ্রতিনিধিত্ব আইনও লঙ্ঘন করেছেন।
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -