মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর হিসেবে টাকা নেননি, দাবি সচিনের, ক্রিকেট উপদেষ্টা কমিটি ছাড়তে চান লক্ষ্মণ
Web Desk, ABP Ananda | 29 Apr 2019 01:11 PM (IST)
দিল্লি ক্যাপিটালসের উপদেষ্টা সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন ও লক্ষ্মণের বিরুদ্ধে একই অভিযোগ উঠেছে।
নয়াদিল্লি: বিসিসিআই-এর ক্রিকেট উপদেষ্টা কমিটির সদস্য হওয়া সত্ত্বেও আইপিএল-এর একটি দলের সঙ্গে যুক্ত থাকার ফলে স্বার্থের সংঘাতের অভিযোগ অস্বীকার করলেন সচিন তেন্ডুলকর। তাঁর দাবি, চলতি আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর হিসেবে কাজ করার জন্য কোনও টাকা নেননি। তিনি আরও দাবি করেছেন, মুম্বই দলের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার মতো কোনও পদেও তিনি নেই। অন্যদিকে, সানরাইজার্স হায়দরাবাদের মেন্টর ভিভিএস লক্ষ্মণ জানিয়েছেন, তিনি বিসিসিআই-এর ক্রিকেট উপদেষ্টা কমিটি থেকে পদত্যাগ করতে তৈরি। দিল্লি ক্যাপিটালসের উপদেষ্টা সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন ও লক্ষ্মণের বিরুদ্ধে একই অভিযোগ উঠেছে। তিনজনের কাছ থেকেই জবাব তলব করেন বিসিসিআই-এর ওম্বাডসম্যান ডি কে জৈন। তাঁর সঙ্গে আগেই দেখা করেছেন সৌরভ। এবার লিখিত জবাব দিলেন সচিন ও লক্ষ্মণ। এ বিষয়ে বিসিসিআই-এর কর্তা নাম না প্রকাশের শর্তে জানিয়েছেন, ‘সচিন জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর থেকেই তিনি মুম্বই ইন্ডিয়ান্সের আইকন। তবে তিনি এই ফ্র্যাঞ্চাইজির কোনও পদে নেই। তিনি এই দলের বিষয়ে কোনও সিদ্ধান্তও নেননি। তাই স্বার্থের সংঘাত হচ্ছে না। তবে লক্ষ্মণের ক্ষেত্রে স্বার্থের সংঘাত স্পষ্ট। তিনি সানরাইজার্স ম্যানেজমেন্টে আছেন।’