মালেগাঁও বিস্ফোরণ মামলায় অভিযুক্ত স্বাধ্বী প্রজ্ঞা ভোপালে দলীয় কর্মীদের সভায় বলেন, হেফাজতে তাঁর ওপর ‘অত্যাচার’ করায় কারকারেকে তিনি ‘অভিশাপ’ দেন, তাতেই মারা যান তিনি।
বিজেপির অবশ্য দাবি, হতে পারে বেশ কয়েক বছর পুলিশি হেফাজতে ‘শারীরিক, মানসিক নির্যাতন’ সয়েছেন বলে যন্ত্রণা থেকে ওকথা বলেছেন তিনি। বিজেপি বিশ্বাস করে, কারকারে সন্ত্রাসবাদীদের সঙ্গে লড়ে মারা গিয়েছেন। ভোটের বাজারে বিরোধীরা স্বাধ্বীর বক্তব্য লুফে নিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে পারে ভেবেই ড্যামেজ কন্ট্রোল করতেই বিজেপি তাঁর মন্তব্যে সায় না দিয়ে এই ব্যাখ্যা দিল বলে মনে করা হচ্ছে।
এদিকে কংগ্রেস দাবি করেছে, প্রজ্ঞার মন্তব্যের জন্য ক্ষমা চান নরেন্দ্র মোদি। কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালার বক্তব্য, সন্ত্রাসবাদ মোকাবিলা করে দেশরক্ষা করতে গিয়ে জীবন দেওয়া প্রত্যেক জওয়ানকে অপমান করেছেন প্রজ্ঞা। তিনি ট্যুইট করেন, মোদিজি, ২৬/১১-র শহিদ হেমন্ত কারকারেকে প্রতারক বলার মতো অপরাধ করতে পারেন একমাত্র বিজেপি নেতারাই। সন্ত্রাসবাদের সঙ্গে লড়ে ভারত মাতার জন্য প্রাণ দেওয়া প্রতিটি ভারতীয় সেনার অপমান এটা। দেশের কাছে ক্ষমা চান, প্রজ্ঞার বিরুদ্ধে ব্যবস্থা নিন।
দলীয় কর্মীদের সামনে প্রজ্ঞা মালেগাঁও বিস্ফোরণ মামলায় তাঁকে ফাঁসিয়ে, কোনও প্রমাণ ছাড়া জেলে আটকে রেখে কারকারে দেশবিরোধী কাজ করেছেন বলেও অভিযোগ করেন। বলেন, উনি দেশদ্রোহিতা, ধর্মবিরোধী কাজ করেছেন।