ভোপাল: ২৬/১১র মুম্বই সন্ত্রাস চলাকালে প্রাক্তন সন্ত্রাস দমন বাহিনীর মাথা হেমন্ত কারকারের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর দাবি স্বাধ্বী প্রজ্ঞা সিংহ ঠাকুরের। মালেগাঁও বিস্ফোরণ মামলার অভিযুক্ত প্রজ্ঞা বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁকে ভোপাল লোকসভা কেন্দ্রে কংগ্রেসের হেভিওয়েট নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংহের বিরুদ্ধে টিকিট দিয়েছে বিজেপি। তাঁর সঙ্গে খারাপ আচরণ করায় তিনি তাঁকে অভিশাপ দিয়েছিলেন, আর সেজন্যই কারকারে নিহত হন বলে দাবি করেছেন প্রজ্ঞা। মালেগাঁও মামলায় তাঁদের হেফাজতে থাকাকালে কারকারে তাঁর সঙ্গে ‘খুব খারাপ’ ব্যবহার করেছিলেন বলে জানিয়েছেন প্রজ্ঞা। বলেছেন, হেমন্ত কারকারে আমায় মিথ্যা মামলায় জড়ান। কর্মফলেই মারা যান। আমি তাঁকে বলেছিলাম, আমার বিরুদ্ধে তথ্যপ্রমাণ না পেলে ছেড়ে দিন। তিনি বলেছিলেন, তথ্যপ্রমাণ আনবেন, কিন্তু আমায় ছাড়বেন না। তখন বলেছিলাম, ধ্বংস হয়ে যাবে, গোটা বংশ নির্বংশ হবে। তোমার সর্বনাশ হবে!
প্রসঙ্গত, মালেগাঁও বিস্ফোরণের তদন্ত চলছিল কারকারের নেতৃত্বে।
২০০৮ সালের নভেম্বর মু্ম্বই হামলায় আজমল কসাব বাহিনীকে প্রতিরোধ করতে গিয়ে দুই পদস্থ পুলিশকর্তা, অশোক কামতে ও বিজয় সালাসকরের সঙ্গে কামা হাসপাতালের বাইরে নিহত হন কারকারে।
প্রজ্ঞা আরও জানিয়েছেন, কারকারে বলেছিলেন, মালেগাঁও মামলায় তাঁর যুক্ত থাকার তথ্যপ্রমাণ আনতে তাঁকে কি ভগবানের কাছে যেতে হবে! তিনি বলেছিলেন, চাইলে যাবেন! তারপরই মুম্বই পুলিশের প্রাক্তন আইপিএস কর্তা নিহত হন বলে দাবি প্রজ্ঞার।
প্রসঙ্গত, মালেগাঁও সন্ত্রাস মামলায় জড়িত থাকার অভিযোগে বিচার চলছে প্রজ্ঞার। জামিনে মু্ক্ত রয়েছেন তিনি। সন্ত্রাসবাদী কাজে মদত, ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ইউএপিএ-তে।