গুজব, এক্সিট পোলে দমে যাবেন না, আপনাদের মনোবল দুর্বল করার কৌশল এসব, কংগ্রেসকর্মীদের বার্তা প্রিয়ঙ্কার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 May 2019 03:21 PM (IST)
বেশিরভাগ এক্সিট পোলেই এনডিএ-র থেকে অনেক পিছনে রাখা হয়েছে কংগ্রেস-ইউপিএকে।
নয়াদিল্লি: রবিবার ভোটগ্রহণ প্রক্রিয়া শেষের পর সম্প্রচারিত একাধিক এক্সিট পোলে কেন্দ্রে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি-এনডিএরই ক্ষমতায় ফেরার ইঙ্গিত থাকলেও তাতে কংগ্রেসকর্মীদের ‘গুজবে’ ভেঙে না পড়ার পরামর্শ দিলেন প্রিয়ঙ্কা গাঁধী। তাঁদের চাঙ্গা করার চেষ্টায় কংগ্রেস সাধারণ সম্পাদক এক রেকর্ড করা বার্তা দিয়েছেন। তাতে তিনি বলেছেন, গুজব, এক্সিট পোলের পূর্বাভাসে বিভ্রান্ত হবেন না, বরং নিজ নিজ বুথে সাবধান থাকুন। বেশিরভাগ এক্সিট পোলেই এনডিএ-র থেকে অনেক পিছনে রাখা হয়েছে কংগ্রেস-ইউপিএকে। কিন্তু প্রিয়ঙ্কা স্পষ্ট তাঁর বার্তায় বলেছেন, গুজব, এক্সিট পোলের ভবিষ্যদ্বাণী শুনে দমে যাবেন না। আপনাদের মনোবল দুর্বল করতেই এসব কৌশল করে বানানো হচ্ছে। এসব কারণেই আপনাদের সতর্ক থাকা আরও প্রয়োজন হয়ে পড়ছে। স্ট্রং রুম, গণনাকেন্দ্রের দিকে নজর রাখুন। সতর্ক থাকুন। আমরা নিশ্চিত, আমাদের ও আপনাদের সবার কঠোর পরিশ্রমের ফল মিলবেই।