অমেঠি: অমেঠি লোকসভা কেন্দ্রে রাহুল গাঁধীর মনোনয়ন বৈধ বলে জানালেন সেখানকার রিটার্নিং অফিসার মনোহর মিশ্র। গত শনিবার ওই কেন্দ্রের এক নির্দল প্রার্থী ও আরও তিনজন কংগ্রেস সভাপতির মনোনয়ন নিয়ে আপত্তি তোলেন। তাঁর নির্বাচনী হলফনামায় নাগরিকত্ব ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্যে গরমিল আছে বলে অভিযোগ করেন তাঁরা। কিন্তু রাহুলের আইনজীবী কে সি কৌশিকের বক্তব্য শোনার পর রিটার্নিং অফিসার অমেঠি কেন্দ্রে তাঁর মনোনয়নের কাগজপত্র ঠিক আছে বলে আজ ঘোষণা করেন। তিনি আদেশনামায় বলেন, মনোনয়নপত্র বাতিলের কোনও প্রাসঙ্গিকতা নেই, তাই যাবতীয় আপত্তি খারিজ করা হল। রাহুলের কাছে নিঃসন্দেহে এটা স্বস্তির খবর।
অভিযোগকারী ধ্রুব লালের আইনজীবী রবি প্রকাশ রিটার্নিং অফিসারকে কিছু নথি দিয়ে দাবি করেছিলেন, সেটি ব্রিটেনে নথিভুক্ত একটি কোম্পানির সংযুক্তিকরণের কাগজ, যাতে কংগ্রেস সভাপতিকে ব্রিটিশ নাগরিক বলা হয়েছে। তিনি আরও দাবি করেন, কোম্পানিটি পাঁচ বছর টিঁকেছিল, কিছু মুনাফাও হয়তো করেছিল, কিন্তু তার কোনও উল্লেখ হলফনামায় নেই।
সোমবার সকালে রিটার্নিং অফিসারের সামনে হাজিরা দেন কৌশিক। রাহুলের বিরুদ্ধে ওঠা প্রতিটি অভিযোগের সুনির্দিষ্ট জবাব পেশ করা হয়েছে বলে জানান তিনি। বলেন, রিটার্নিং অফিসারকে বলেছি, রাহুলের নাগরিকত্ব সংক্রান্ত আপত্তির কোনও ভিত্তিই নেই। তাছাড়া নাগরিকত্বের প্রসঙ্গটি রিটার্নিং অফিসার নন, কেবলমাত্র একজন সঠিক, উপযুক্ত কর্তৃপক্ষই বিচার করতে পারেন।
কংগ্রেস সভাপতির শিক্ষাগত যোগ্যতা নিয়ে ওঠা আপত্তি সম্পর্কে কৌশিক বলেন, ১৯৯৫ সালে রাহুল কেম্বরিজ বিশ্ববিদ্যালয় থেকে এম ফিল করেন, তার একটি কপিও জমা দেওয়া হয়েছে। ১৯৯৪-এ তিনি স্নাতক হন।
ব্রিটেনের ওই কোম্পানি প্রসঙ্গে যে আপত্তি এসেছে, তা নিয়ে কৌশিক বলেন, কোম্পানিটি ২০০৯-এ বন্ধ হয়ে যায়, ২০১৯ এর ফর্ম ২৬-এ (কর প্রদান ও টিডিএস সংক্রান্ত বিস্তারিত হিসাব) শুধু পাঁচ বছর দায়-দেনা ও সম্পত্তির উল্লেখ রয়েছে।
প্রকাশ বলেছিলেন, তিনি রাহুলের নাগরিকত্বের ব্যাপারে ব্যাখ্যা চেয়েছেন, কেননা ব্রিটিশ নাগরিক হওয়ার ফলে তিনি লোকসভা নির্বাচনে লড়তে পারেন না।
অমেঠিতে রাহুলের মনোনয়ন বৈধ, জানালেন রিটার্নিং অফিসার
Web Desk, ABP Ananda
Updated at:
22 Apr 2019 07:14 PM (IST)
অভিযোগকারী ধ্রুব লালের আইনজীবী রবি প্রকাশ রিটার্নিং অফিসারকে কিছু নথি দিয়ে দাবি করেছিলেন, সেটি ব্রিটেনে নথিভুক্ত একটি কোম্পানির সংযুক্তিকরণের কাগজ, যাতে কংগ্রেস সভাপতিকে ব্রিটিশ নাগরিক বলা হয়েছে। তিনি আরও দাবি করেন, কোম্পানিটি পাঁচ বছর টিঁকেছিল, কিছু মুনাফাও হয়তো করেছিল, কিন্তু তার কোনও উল্লেখ হলফনামায় নেই।
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -